সারা রাজ্যে শেষ কিছুদিনে যা হয়েছে, সেকথা বেশিরভাগেরই জানা। আরজি করের মর্মান্তিক ঘটনার পর নারী সুরক্ষা এবং তবে প্রতি হওয়া নির্যাতনের অভিযোগে আওয়াজ তুলেছেন। রাস্তায় নেমেও দিনের পর দিন আন্দোলন চলেছে। কিন্তু, তাতেও মেয়েদের নিরাপত্তা থামছে না।
এরমধ্যে, যে রাতে কালী আরাধনা চলছে, সেই রাতেই ফালাকাটায় পাঁচ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে পুকুরে ফেলে দেওয়া হয়। যেখানে, অপরাধ আজও থামছে না। সেখানে আর কোনও আশা থাকে কি বিচারের? বারবার প্রশ্ন উঠছে এমনই। আর সারা দেশ আলোর উৎসবে আনন্দ করতে ব্যস্ত। তখন এহেন কান্ড, মেনে নেওয়া সম্ভব না বলেই জানিয়েছেন বেশিরভাগ।
আর অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রথম দিন থেকেই মেয়েদের সঙ্গে হওয়া অত্যাচার নিয়ে কথা বলছেন। সমাজ মাধ্যমে তো বটেই, তবে তিনি রাস্তায় নেমেও প্রতিবাদ করেছেন। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরা মন্তব্যের পরে তিনি সোজা জানিয়েছিলেন, এভাবে উৎসবে ফেরা সম্ভব না। সেই কারণেই তিনি পুজোর সময়ও আন্দোলন করে কাটিয়েছেন।
আর, আজ যখন ফালাকাটা এলাকার এই ঘটনা আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, তখন শ্রীলেখা ফেসবুক পোস্টে লিখছেন...
"Haha দেবেন আসুন? মেয়েটির বয়স ছয়। কেন এই ধরণের অপরাধ বাড়ছে খতিয়ে ভাববেন কি ...নাকি বাজি ফাটিয়ে ব্যস্ত আপনি? পাড়ার মানুষের বাচ্চা মরল নাকি কুকুর বিড়াল পাখির, আপনার কি যায় আসে?" এখানেই শেষ না। সমাজ মাধ্যমে তিনি ভীষণ সক্রিয়। এরপরেও তিনি পোস্ট করে চলেছেন। লাইভ আসার চেষ্টা করছিলেন, কিন্তু সম্ভব হয়নি। অভিনেত্রী একটি ভিডিও করেই বলেন, "আমি অবাক হয়ে যাচ্ছি, এতকিছু ঘটছে চারিদিকে, কিন্তু বাজি ফাটছে এখনও।"