Advertisment

Saif Ali Khan-Sreelekha Mitra: ছুরিকাঘাতে বেঁচে আছেন সইফ, তাঁর মধ্যেই শ্রীলেখার পোস্ট, 'তখন যদি বিয়ে না হত...'

Sreelekha For Saif Ali Khan: সূত্রের খবর, অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। বেশ অনেকবার ছুরির আঘাতে তাঁর স্নায়ুতে আঘাত লেগেছে বলেই জানা গিয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
saif ali khan attcked

সইফকে নিয়ে কী বলছেন শ্রীলেখা? Photograph: (Instagram)

Saif Ali Khan Attacked: ভোররাতে সইফ আলি খানের সঙ্গে ঘটে গিয়েছে ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। কারণ, ঘুমের মধ্যেই ছুরিবিদ্ধ ছোটে নবাব ( Saif Ali Khan )। ব্যান্দ্রায় তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। দুই ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিলেন করিনা ( Kareena Kapoor Khan ) এবং সইফ। কিন্তু, ভোরের দিকে যে এহেন ঘটনা ঘটে যাবে। এলোপাথাড়ি ছুরির কোপে গুরুতর আহত নবাব সাহেব।

Advertisment

তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। বেশ অনেকবার ছুরির আঘাতে তাঁর স্নায়ুতে আঘাত লেগেছে বলেই জানা গিয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এমনকি, এও জানা গিয়েছে নিউরোসার্জারি হয়েছে তাঁর। কসমেটিক সার্জারি করছেন চিকিৎসকরা। পরিবারের সকলেই সুরক্ষিত কিন্তু উদ্বিগ্ন। তবে, এও জানা গিয়েছে তাঁর বাড়ির পরিচারিকাদের আটক করেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমনকি তাঁর CCTV ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে।

আর এরমধ্যেই যথেষ্ট উদ্বিগ্ন অন্যান্য তারকারা। কারণ, নিজের বাড়িতে কেউ যে এহেন হামলার মুখোমুখি হতে পারেন, তাও আবার ব্যান্দ্রার মত এলাকায়, যেন ভাবতেই পারছেন না কেউ। সইফকে নিয়ে নানা গুজব ছড়িয়েছে। কিন্তু ছোটে নবাবের ওপর হামলার খবর জেনে রীতিমতো আতঙ্কে শ্রীলেখা মিত্র। তিনি সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি এবং স্মৃতি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন…

Advertisment

"২০০৭ সালে ব্যাংককে শুটিংয়ের সময় ... দাদা প্রদীপ সরকার পরিচালিত একটি প্রোজেক্ট। ঈশ্বর, না সইফ বেঁচে আছে। শুধু এই তথ্য ভাগ করে নিতে ইচ্ছে হল। জলি, উদ্যমী, চঞ্চল, চটকদার অথচ সরল সইফ। তার চিরকালীন অপরিপক্ক বদমেজাজ সবাই জানে। কিন্তু, একবার অ্যাকশন শুনতে পেলেই এমনভাবে দাঁড়িয়ে যেত। যদি না আমার বিয়ে হত তখন, তাঁর ছেলেমানুষির আরও বেশি করে কদর করতে পারতাম। আজ মনে হয় তখন তাঁকে একটু বেশি ভালবাসা দিলে ভাল হত। ছোটে নবাব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।" 

উল্লেখ্য, গতকাল রাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে করিনা বেশ উদ্বিগ্ন হয়েই রাস্তায় ঘুরছেন। কিছু যেন কুল কিনারা করতে পারছেন না। এদিকে, পূজা ভাট থেকে চিরঞ্জীবি এমনকি জুনিয়র NTR তাঁর সুস্থতার কামনা করেছেন।

tollywood saif ali khan Sreelekha Mitra Tollywood Actress
Advertisment