শ্রীলেখা মিত্র প্রথম দিন থেকে আরজিকর কাণ্ডে সরব হয়েছিলেন। আর এবার তিনি নিউটাউনে ঘটে যাওয়া ঘটনা এবং জয়নগরের বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন।
মা দুর্গা মতে পা রাখলেও এই, এই দুনিয়ায় সাধারণ মেয়েরা বোধহয় কোনদিনই সুরক্ষিত নয়। কোথাও বছর দশকের মেয়ে, কোথাও আবার বছর ষোলোর মেয়ে, মেয়েদের সঙ্গে হওয়া অত্যাচার এবং গ্রহের ঘটনা দিন দিন বেড়েই চলেছে বৈকি কমছে না। উৎসবের মাঝেও, নারীদের সঙ্গে যৌন হেনস্থা যেন ক্রমবর্ধমান।
জয়নগরের বছর দশকের মেয়েটি ধর্ষিত হওয়ার পর, নিউটাউনের ১৬ বছরের মেয়েটাও রেহাই পেল না। শ্রীলেখা সমাজের মাধ্যমে, এই ঘটনার ধিক্কার জানিয়ে লিখেছেন, "ফের আবারও একই ঘটনা। নিউটাউনের ষোল বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষক কে কি বলবো?"
"ধন্যবাদ ভাই আপনি খুনটা অন্তত করেননি? এতে আমাদের চৌদ্দগুষ্টির ভাগ্য ভালো। হয়তো এরকম সময়ই বাস করছি আমরা। ভয় দেখিয়ে সবকিছু কেড়ে নিয়ে যতোটুকু তারা দেবে, আমাদের তাতেই সন্তুষ্ট থাকতে হবে।" শহরে উৎসবের মাঝেও যেন, গা জ্বালা দেওয়া ঘটনায় ঘুম উড়েছে মানুষের। দিনের পর দিন একই অত্যাচার এবং দিনের পর দিন একই ঘটনা কিন্তু এর কোন শাস্তি নেই।
Another rape this time a 16 year old girl at New Town Jatragachi, rapist ke ki bolbo? 'Thanku bhai apni murder ta...
Posted by Sreelekha Mitra on Sunday, October 6, 2024
শ্রীলেখা মিত্র থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্ত চক্রবর্তী বরাবরের মতন আবার তুলেছেন প্রথম দিন থেকে। মেয়েদের সঙ্গে হয়ে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে তারা এমনও বলেছিলেন, মেয়েদের সুরক্ষা নেই যে রাজ্যে মেয়েরা এখন ধর্ষিত হয় সেখানে কন্যাশ্রী একদম বেমানান। তারপরে তারা উৎসবে ফিরুন মন্তব্যটিকে ঘিরর নানান ধরনের আলোচনা করেছিলেন।
উল্লেখ্য, শ্রীলেখা বরাবরই খুব ঠোঁট কাটা। তিনি স্বঘোষিত বাম সমর্থক। আর এসবের কারণে তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। নিজের ক্যারিয়ারও অনেক বাধা পেতে হয়েছে তাকে। কিন্তু তাতেও তিনি থামবেন না। বড় নানা সময় তিনি রাস্তায় যেমন, রাত দখল করছেন, তেমনি আন্দোলনে যোগ দিয়ে কটাক্ষ শুনছেন।