Advertisment
Presenting Partner
Desktop GIF

'ইচ্ছে থাকলেই উপায় হয়…', মুম্বাইয়ে লক্ষ্মীপুজোর আয়োজন করে দেখিয়ে দিলেন শ্রীলেখা

কীভাবে আয়োজন করলেন শ্রীলেখা? দেখুন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sreelekha mitra shared her Mumbai Lakshmi Puja

সাগর পাড়ে শ্রীলেখার পুজো

পরনে সাদা শাড়ি, হালকা সাজ... প্রতিটা মেয়ের মধ্যে যেমন একজন করে লক্ষী থাকে, শ্রীলেখাও কিন্তু ঠিক তেমনই লক্ষ্মীমন্ত। অভিনেত্রী নিজের শহর কলকাতায় উপস্থিত নেই এখন, তাও ধন দেবীর আরাধনায় কোনও খামতি রাখেননি তিনি।

Advertisment

কাজের সুত্রে সাগর শহরে পাড়ি দিয়েছেন তিনি। মুম্বাইয়ে গিয়েছেন তো কী? মা লক্ষ্মীর পুজো করবেন না এমন হয়? সাদা শাড়িতে সেজে গুজে নিজেই পুজো করতে বসলেন তিনি। অল্প একটু ফল, মিষ্টি, ধুপ জ্বেলে পুজো করলেন শ্রীলেখা। ছবিতেই মা লক্ষ্মীকে আসন পেতে আদরে ভরালেন।

ঘট পাতলেন। নিয়ম মেনে তাতে আম পাতা, ফুল ফল সবটাই করলেন নিজের হাতে। সিঁদুরের ফোঁটা দিলেন তাতে। সেই সব ছবি তুলে নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন...

আরও পড়ুন - ‘যতদিন ধরে রাখা যায় আর কি…’, টোটার সঙ্গে খুনসুটি থামছে না স্বস্তিকার

"আমি শহরে নেই। তাই নিজের বাড়ির পুজো নিজে হাতে করতে পারলাম না। কিন্তু, মনটা খুতখুত করছিল খুব। তাই, আমি এখন কাজের সূত্রে যেখানে মুম্বাইয়ে রয়েছি সেখানেই নিজের মতো করে সবটা করলাম। ইচ্ছে থাকলেই উপায় হয়।" শ্রীলেখা জানালেন, যে শাড়িটি তিনি পড়েছেন সেটিও কাছের একজন মানুষের দেওয়া।

এখানেই শেষ না। শ্রীলেখার বাড়িতে পুজো করেছেন যিনি সর্বত্র তাঁর খেয়াল রাখেন। ভিটে মাটিতে তিনি না থাকলেও পুজো কিন্তু বন্ধ থাকেনি। সেখানেও লক্ষ্মী আরাধনা হয়েছে পুরোদমে।

tollywood Entertainment News Sreelekha Mitra
Advertisment