Advertisment

Sreelekha Mitra: রাজনীতি ছেড়ে সিনেমা, দল থেকে রাজন্যা সাসপেন্ড হতেই শ্রীলেখার মুখে 'ধিক্কার'!

Rajanya halder poster: আগমনী ছবিতে তৃণমূল নেত্রী। নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই তিনি দল থেকে সাসপেন্ড হলেন। কিন্তু ফের একবার শ্রীলেখা মন্তব্য করে বসেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sreelekha mitra

Sreelekha-Rajanya: শ্রীলেখা মিত্র যা বললেন রাজন্যাকে...

রাজনীতি থেকে অভিনয়, গতকাল আলোচনার শীর্ষে ছিলেন রাজন্যা হালদার। শাসকদলের তরফে হঠাৎ করেই রাজন্যা নিজের ভাষণের মাধ্যমে জনপ্রিয়তা পান। তারপর থেকেই তাঁকে নিয়ে আলোচনা।

Advertisment

যদিও, শেষ কিছুদিন রাজন্যা নিজের সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয়। এমনকি, বেশ কিছু নাচ গানের রিলস ভাইরাল হয়েছে তাঁর। এরপর থেকেই তাঁকে নিয়ে আরও আলোচনা বরং বলা উচিত সমালোচনা। রাজনীতিবিদদের নানা বিধ বিশেষণে দাগিয়ে দেওয়ার ঘটনা নতুন না। কিন্তু, রাজন্যা, তাঁর রিলস দেখেই বেশিরভাগ এমন দাবি করেছেন, যে বিনোদনের জন্য তিনি বেশ উপযুক্ত।

তাঁর সঙ্গেই প্রকাশ্যে আসে, তাঁর নতুন ছবি আগমনী তিলোত্তমাদের গল্প এর প্রথম পোস্টার। যেখানে রাজন্যা রয়েছেন মুখ্য ভূমিকায়। আরজি কর কান্ডের অবলম্বনে এই ছবি নির্মাণ হয়েছে একথা পরিষ্কার। রাজন্যাকে দেখা গেল, গায়ে ডাক্তারের কোট পরিহিত অবস্থায়। ছবি পরিচালনা করেছেন তাঁর স্বামী প্রান্তিক চক্রবর্তী। মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু জানা যাচ্ছে, রাজন্যা এবং প্রান্তিক দুজনকেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে। 

রাজন্যা, যিনি যাদবপুর এবং ডায়মন্ড হারবার জেলার TMCP এর সহ সভানেত্রী, তাঁকে দল থেকে সাসপেন্ড করতেই মন্তব্য চোখে পড়ল অনেকের। শ্রীলেখা মিত্র যেন কিছুটা অবাক হয়েছেন, তাঁকে সাসপেন্ড করা হয়েছে শুনতেই অভিনেত্রী বলছেন...

"শুধু সাসপেন্ড! লজ্জা লজ্জা, লজ্জা লাগা দরকার। যাই হোক, উৎসব ভাল কাটুক।" যদিও, শ্রীলেখা মিত্র প্রথম দিন থেকেই আরজি কর কাণ্ডে সরব। তিনি স্বঘোষিত বাম সমর্থক। অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নানা কথা বলেন। এমনকি, বাদ পড়েন না অন্যান্য অভিনেতারাও। ফের একবার সরব হয়েছেন তিনি।

tollywood Sreelekha Mitra Sreelekha Mitra FB Post tollywood news Tollywood Actress Rajanya Haldar
Advertisment