এবার শুধু নিজের মন্তব্যের সাফাই দিয়েই ক্ষান্ত থাকেননি, বরং নটী বিনোদিনী অবতারে নিজের বেশ কয়েকটা ছবিও পোস্ট করেছেন। যা নিয়ে ফের নেটপাড়ায় শোরগোল। সোমবার 'নটী বিনোদিনী'র বেশে রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) লুক প্রকাশ্যে আসতেই শ্রীলেখা বলেন, "বিনোদিনী রোগা ছিলেন নাকি। আমার সাধারণ জ্ঞান বাড়াতে প্রশ্ন করলাম। এমনিতেই আমার শত্রুর অভাব নেই। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না দয়া করে.." টলিউড অভিনেত্রীর এমন পোস্টের ঘণ্টাখানেক পরই পরিচালক-প্রযোজক নাম না করেই শ্রীলেখাকে বিঁধে পোস্ট করেন। বলেন, "যিনি রোগা বিনোদিনী নিয়ে চিন্তিত তাঁর সাধারণ জ্ঞানের ক্লাস নেওয়া উচিত..।"
এত্তসব দেখে-শুনে ফের ফেসবুকে ফের স্বমহিমায় অবতরণ শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra)। বিনোদিনীর সাজে নিজের ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, "কোনও এক সময়ে বিনোদিনীর চরিত্রে সুমন ঘোষের ছবিতে। আমি তোমাদের জিকে দিদি। বিনোদিনী সম্পর্কে পুরো পড়াশোনা করা আমার সেটা থেকে নয়, স্কুলে পড়তে যখন বাবা নাটক করেছিল নটী বিনোদিনী নিয়ে তখন থেকে। আর কাউকে অপমান করতে আমি পোস্ট দিইনি। সেটা আমি করি না। সমালোচনা আর অপমান দুটো এক জিনিস নয়। আমাকে জিকে দিদি ইত্যাদি.. ইত্যাদি না বলে ছবিতে ছবিটা ভালোভাবে বানাও।"
Advertisment
এরপরই পরিচালকের উদ্দেশে শ্রীলেখার মন্তব্য, "সত্যি বলতে, রামকমল মুখোপাধ্যায় আমার মতো যাঁদের মাথার ওপর রামদেব বাবার হাত নেই তাঁরা এমনিতেও চুপ করে যাবে। গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে বাংলা সিনেমার পাশে।"