scorecardresearch

‘আমি ভোট সিপিএম-কে দেব, কিন্তু তোমাদের সঙ্গে আর থাকব না’, রেড ভলান্টিয়ার্স নিগ্রহে সরব শ্রীলেখা

Sreelekha Mitra: ‘আমার কোথায় অন্য পশুপ্রেমিরা শশাঙ্ককে মারতে যায়নি। আমি বলেছিলাম হাতের কাছে ওকে পেলে মেরে দিতাম। সত্যি দু-চারটে চড় মারতাম।’

Sreelekha Mitra, Shashank Vavsar, Red Volunteers, শ্রীলেখা মিত্র, শশাঙ্ক ভাবসর, bengali news today
শ্রীলেখার সঙ্গে ডেট কুকুরের মৃত্যুতে রেড ভলান্টিয়ারকে মারধর, শ্রীলেখার প্ররোচনাতেই হামলা!

Sreelekha Mitra: দত্তক পোষ্যের মৃত্যু এবং রেড ভলেন্টিয়ার্সকে নিগ্রহ-কান্ডে ফেসবুকে বাম সমর্থকদের একহাত নিলেন শ্রীলেখা মিত্র। রবিবার তিনি সুদূর সুইৎজারল্যান্ড থেকে ফেসবুক লাইভ করেন। সেখানেই বাম সমর্থকদের প্রতি তার বার্তা, ‘আগামিদিনে আমি ভোট সিপিএম-কে দেব। কিন্তু তোমাদের কোন কর্মসূচি, প্রচারে আমি আর থাকবো না।’ তার পরামর্শ, ‘আগে নিজেরা ঠিক হও। তারপর দলকে ঠিক করবে। আগামী দিনে আমাকে কমরেড, লাল সেলাম এসব কিছু বলবে না।’

কুকুর-কান্ডে শ্রীলেখা মিত্রকে একহাত নেওয়া বাম সমর্থকদের ‘হতাশাগ্রস্ত’ বলেও আক্রমণ ছুড়েছেন তিনি। শ্রীলেখার দাবি, ‘যদি ক্ষমতা থাকতো তাহলে কুকুর দত্তক নিতে আকুতি-মিনতি করতাম না। আমি-সহ অন্য পশুপ্রেমী তারকারা এই ধরনের কুকুর দত্তক নিয়ে নিতাম।’ আগামি দিনে পথ কুকুরদের তার এক ফ্ল্যাটে রাখতে তিনি ব্যবস্থা করবেন। এমন দাবিও করেছেন এই অভিনেত্রী।

জুরিখে বসে তিনি বলেন, ‘আমার কোথায় অন্য পশুপ্রেমিরা শশাঙ্ককে মারতে যায়নি। আমি বলেছিলাম হাতের কাছে ওকে পেলে মেরে দিতাম। সত্যি দু-চারটে চড় মারতাম। কারণ ওর অবহেলায় কুকুরটা মারা গিয়েছে।’ শ্রীলেখা মিত্রকে এখন কুকুর মৌলবাদী বলে কটাক্ষ করা হয়। এই বিষয়ে তিনি বলেন, ‘আমার কিছু যায় আসে না। কারণ পথকুকুর আমার সন্তানসম। আমি এদের জন্য জান দিতে পারি,আবার নিতেও পারি।’

সম্প্রতি দত্তক কুকুর মৃত্যু এবং শশাঙ্ককে নিগ্রহ প্রসঙ্গে শ্রীলেখার প্রতি ধেয়ে আসা বামপন্থীদের একাংশের আক্রমণের পর তৃণমূল কংগ্রেস তাকে শাসকদলে যোগ দিতে প্রস্তাব দিয়েছে। এই খবরের সত্যতা স্বীকার করে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ তৃণমূল প্রস্তাব দিয়েছে দিদি আমাদের দলে আসুন। কিন্তু কয়েকজন নব্য বামপন্থীদের জন্য আমি আমার ভাবধারা, বিশ্বাস, সমর্থন বদলাব না।’ এমনকি, ডেটকে উপলক্ষ্য করে তিনি কুকুর দত্তক প্রসঙ্গে ফেসবুক পোস্ট দেননি। এই দাবি করে অভিনেত্রী বলেন, ‘একটা সচেতনতা প্রচারে ওই পোস্ট ছিল।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sreelekha mitra slams left supporters over recent controversy on stray dog death entertainment