Advertisment

'দেখ কেমন লাগে?', 'অশান্ত' নন্দীগ্রাম নিয়ে মমতাকে 'কটাক্ষ' বাম শ্রীলেখার

আজ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নন্দীগ্রামবাসী যে রণক্ষেত্রের সাক্ষী থাকল, এবার সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে ঝাঁজালো মন্তব্য করে বসলেন বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
sreelekha

রাজ্যে দ্বিতীয় দফা ভোটে (West Bengal Assembly Election 2021) সারাদিন উত্তপ্ত থেকেছে নন্দীগ্রাম (Nandigram)। কোথাও শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেখে উঠেছে 'গদ্দার গো ব্যাক, জয় বাংলা' স্লোগান, আবার বয়ালের বুথ পরিদর্শনে গিয়ে আটক হয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ রাজ্যপাল ধনকড়ের কাছে নালিশ জানিয়ে, আদালতে যাওয়ার হুমকি দেওয়ার পর বিশেষ পুলিশ বাহিনী এসে তাঁকে উদ্ধার করে। এককথায়, বিজেপি-তৃণমূল খণ্ডযুদ্ধে নন্দীগ্রাম আজ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এবার সেই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সাফ বললেন, "নিরীহ মানুষের রক্ত আপনার হাতে লেগে! দেখ কেমন লাগে?"

Advertisment

শ্রীলেখা বরাবরই বামপন্থী মনোভাবাপন্ন। চলতি বিধানসভা ভোটে বিভিন্ন জায়গায় সংযুক্ত মোর্চা শিবিরের হয়ে মিটিং, মিছিলে যোগ দিয়েছেন তিনি। নির্বাচনের মুখে নন্দীগ্রামেও গিয়েছিলেন সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের তরুণ তুর্কী মিনাক্ষীর হয়ে প্রচার করতে। এবার যে নন্দীগ্রামে ৩৪ বছরের বাম শাসনের কবর খুঁড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই একই ভোট কেন্দ্রের প্রার্থী হিসেবে স্বয়ং মুখ্যমন্ত্রীকে যে পরিস্থিতির শিকার হতে হয়, সেই প্রসঙ্গ উত্থাপন করেই তাঁকে বিঁধলেন শ্রীলেখা মিত্র। বঙ্গভোটের সেই 'হাইভোল্টেজ' কেন্দ্র নন্দীগ্রামে ভোটের দিনই মমতাকে সোজাসুজি আক্রমণ করলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা।

প্রসঙ্গত, ২০১১ সালে এই নন্দীগ্রামেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বাম সরকারের কবর খুঁড়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই নন্দীগ্রামের (Nandigram) মাটিতেই একুশের বিধানসভা ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাংলার মসনদ দখলের বিদ্রোহে নেমেছেন পদ্ম-প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যে নন্দীগ্রামকে কেন্দ্র করে ৩৪ বছরের বাম-শাসনের যবনিকা পতন ঘটেছিল, সেই এলাকাতেই এবার ফের একবার স্লোগান উঠেছিল ‘হাল ফেরাও, লাল ফেরাও’। ড্রামাটিক আবার রোমাঞ্চকরও বটে! সেটা শ্রীলেখা মীনাক্ষির হয়ে নন্দীগ্রামে প্রচার করতে গিয়েই ঠাহর করেছেন। তবে আজ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নন্দীগ্রামবাসী যে রণক্ষেত্রের সাক্ষী থাকল, এবার সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে ঝাঁজালো মন্তব্য করে বসলেন অভিনেত্রী।

শ্রীলেখা মিত্রর মন্তব্য, "যে গুণ্ডামী আপনি আর আপনার বাহিনী এতদিন করেছেন, এবার তার ফল ভোগ করছেন তো? দেখ কেমন লাগে? নিরীহ মানুষের রক্ত আপনার হাতে লেগে মাননীয়া। কোথাও শুনেছেন যে সংযুক্তা মোর্চার কেউ দাঙ্গাবাজি করছে? এবার বিচার মানুষ করবে।"

উল্লেখ্য, গত রবিবার ভোটের মুখে ঠাকুরচকের সভায় মমতা খোদ সপরিবারে বিজেপিতে যাওয়া অধিকারীদের কটাক্ষ করে বলেছিলেন, "বাপ-বেটা না চাইলে ২০০৭ সালে ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারত না।" সেই সময়ে অধিকারী পরিবার তৃণমূলের ছত্রছায়াতেই ছিল। বলাই বাহুল্য, নন্দীগ্রামে বিজেপিকে শায়েস্তা করতে মমতা পরোক্ষভাবে সেম-সাইড গোলই করে ফেলেছিলেন, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। এবার সেই প্রসঙ্গ উত্থাপন করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শ্রীলেখা মিত্র।

publive-image
nandigram Sreelekha Mitra tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment