বঙ্গভোটের রঙ্গমঞ্চে তারকামুখের ছড়াছড়ি। প্রার্থী তালিকা তো বটেই, আবার প্রচারমুখেও সেলেব-সুবোদের অভাব নেই। একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) সবুজ-গেরুয়া দুই শিবিরেই গ্ল্যামার ইন্ডাস্ট্রির দাপট! 'মোদীর তারকা সেনাপতি' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যখন বিজেপির হয়ে ভোটপ্রচারে বাংলার বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করছিলেন, তখন তার মাঝেই তৃণমূল 'তুরুপের তাস' হিসেবে এগিয়ে দিয়েছিল সমাজবাদী পার্টির 'ধন্যি মেয়ে' জয়া বচ্চনকে (Jaya Bachchan)। যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করার জন্য বাংলায় এসে দিন কয়েক প্রচারাভিযান চালালেন। তবে, দুই বিরোধী দলের চমক কিন্তু এখানেই শেষ নয়! দিন কয়েক আগেই যে মহিমা চৌধুরী (Mahima Chaudhry) তৃণমূলপ্রার্থী মদন মিত্রের (Madan Mitra) হয়ে কামারাহাটিতে প্রচার করে গিয়েছিলেন, সেই বলিউড অভিনেত্রীকেই আবার এক সপ্তাহের ব্যবধানে বিজেপিপ্রার্থী সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) হয়ে গলা ফাঁটাতে দেখা গিয়েছে। এরপর রণে ধরা দিলেন আরেক বলিউড অভিনেত্রী অমিশা প্যাটেল (Ameesha Patel)। সদ্য তৃণমূলপ্রার্থী স্বপন দেবনাথের হয়ে প্রচার করে গেলেন তিনি। আর বঙ্গভোটের এসব রঙচঙে তারকা-খচিত প্রচার নিয়েই এবার আক্রমণ শানালেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
বরাবরই স্পষ্টবাদী তিনি। মনে-প্রাণে বামপন্থী। শারীরিক অসুস্থতা নিয়েও বাম শিবিরের হয়ে ভোটপ্রচারের ময়দানে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন। তৃণমূল-বিজেপি (TMC-BJP) কাউকেই রেয়াত করতে ছাড়েন না। অভিনেত্রীর কাছে অবশ্য দুই বিরোধী শিবিরই একগোত্রীয় ঠেকে। তাই ব্যঙ্গ করে 'বিজেমূল' বলেন। সেই তিনিই এবার অমিশা প্যাটেল, মহিমা চৌধুরীদের মতো বলিউড অভিনেত্রীদের দিয়ে ভোটপ্রচার করানোয় বেজায় চটলেন রাজ্যের শাসক দলের উপর। অতঃপর যাবতীয় ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়।
শ্রীলেখা মিত্রর কথায়, "নিন পরিবর্তন দেখুন…। বাংলায় তো তারকারা মানুষের জন্য কাজ করতে ব্যস্ত। বাকিরা আমরা 'রাজনীতি বুঝি না' বলে সূক্ষ্মভাবে এড়িয়ে যান। আর একাংশ এখন #NoVoteToBJP বলে ইঙ্গিতে তৃণমূলকে ভোট দিন এটাই বলতে চায়, তাই এবার বলিউড থেকে আমদানি শুরু করল তৃণমূল। প্রথমে মহিমা এবার আমিশা, যাঁদের কাছে 'যাহাই বাহান্ন তাহাই তিপ্পান্ন'। যে বেশি টাকা দেবে তাঁর হয়েই প্রচার।" শেষমেশ আবার প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন, "মানুষ কি এত বোকা?"