শ্রীলেখা মিত্রর ফেসবুক 'ফোড়ণ' মানেই সরগরম সোশ্যাল মিডিয়া। স্পষ্টবাদী অভিনেত্রী ইন্ডাস্ট্রির 'দাদা-দিদি' কাউকেই রেয়াত করে কথা বলেন না। যার জেরে তাঁকে ঘিরে বিতর্ক, সমালোচনারও অন্ত নেই। দিন দুয়েক আগেই রুক্মিণী মৈত্রর বিনোদিনী লুক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 'রোগা বিনোদিনী' বলে ঢিল মারায়, তাঁকে পাল্টা 'GK দিদি' কটুক্তি শুনতে হয়েছে। এবার বাকযুদ্ধে সরগরম ফেসবুক থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রীলেখা মিত্র।
Advertisment
ঠিক কী হয়েছে? রুক্মিণী মৈত্রর 'নটী বিনোদিনী' লুক প্রকাশ্যে আসতেই শ্রীলেখা বলেন- বিনোদিনী এত রোগা ছিলেন নাকি? আমার সাধারণ জ্ঞান বাড়ানোর জন্যই প্রশ্ন করলাম.. অভিনেত্রীর এমন পোস্ট নজর এড়ায়নি পরিচাবক রামকমল মুখোপাধ্যায়ের। তিনিও নাম না করেই পাল্টা ঢিল মারেন সোশ্যাল ওয়ালে। বিনোদিনী টিমের অনেকেই শ্রীলেখার পোস্টে মনোক্ষুণ্ণ হন। সেই নিয়েই নেটপাড়ায় বিরাট তরজা।
শ্রীলেখা মিত্রের ড্যামেজ কন্ট্রোল করেও কোনও লাভ হয়নি! দাবানলের মতো বিতর্ক, সমালোচনা আরও বেড়েছে বই কমেনি। এবার শেষমেশ বাকযুদ্ধে ইতি টানলেন অভিনেত্রী। ফেসবুকেই ঘোষণা করলেন যে, সেখান থেকে তিনি বিদায় নিচ্ছেন।
শ্রীলেখার মন্তব্য, "ফেসবুক থেকে সাময়িক বিরতি নিচ্ছি। পেজ অ্যাক্টিভ থাকবে। আমার জীবন এবং ফ্রেন্ডলিস্ট দুই জায়গা থেকে বন্ধুতালিকা পরিষ্কার করে আবার হয়তো ফিরব। টক্সিসিটি থেকে বিদায়।"