‘অনেক হয়েছে Toxicity, ফেসবুকে ইতি..’, ড্যামেজ কন্ট্রোলের পর ঘোষণা শ্রীলেখার

‘বিনোদিনী’ বাকযুদ্ধের পর ফেসবুক থেকেই বিদায় নিলেন শ্রীলেখা মিত্র..

Sreelekha Mitra, Sreelekha Mitra facebook, Rukmini Maitra, Binodini, Tollywood, শ্রীলেখা মিত্র, রুক্মিণী মৈত্রস বিনোদিনী, নটী বিনোদিনী, টলি অভিনেত্রী, টলিউডের খবর
ফেসবুক থেকে বিরতি নিলেন শ্রীলেখা মিত্র..

শ্রীলেখা মিত্রর ফেসবুক ‘ফোড়ণ’ মানেই সরগরম সোশ্যাল মিডিয়া। স্পষ্টবাদী অভিনেত্রী ইন্ডাস্ট্রির ‘দাদা-দিদি’ কাউকেই রেয়াত করে কথা বলেন না। যার জেরে তাঁকে ঘিরে বিতর্ক, সমালোচনারও অন্ত নেই। দিন দুয়েক আগেই রুক্মিণী মৈত্রর বিনোদিনী লুক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ‘রোগা বিনোদিনী’ বলে ঢিল মারায়, তাঁকে পাল্টা ‘GK দিদি’ কটুক্তি শুনতে হয়েছে। এবার বাকযুদ্ধে সরগরম ফেসবুক থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন শ্রীলেখা মিত্র।

ঠিক কী হয়েছে? রুক্মিণী মৈত্রর ‘নটী বিনোদিনী’ লুক প্রকাশ্যে আসতেই শ্রীলেখা বলেন- বিনোদিনী এত রোগা ছিলেন নাকি? আমার সাধারণ জ্ঞান বাড়ানোর জন্যই প্রশ্ন করলাম.. অভিনেত্রীর এমন পোস্ট নজর এড়ায়নি পরিচাবক রামকমল মুখোপাধ্যায়ের। তিনিও নাম না করেই পাল্টা ঢিল মারেন সোশ্যাল ওয়ালে। বিনোদিনী টিমের অনেকেই শ্রীলেখার পোস্টে মনোক্ষুণ্ণ হন। সেই নিয়েই নেটপাড়ায় বিরাট তরজা।

শ্রীলেখা মিত্রের ড্যামেজ কন্ট্রোল করেও কোনও লাভ হয়নি! দাবানলের মতো বিতর্ক, সমালোচনা আরও বেড়েছে বই কমেনি। এবার শেষমেশ বাকযুদ্ধে ইতি টানলেন অভিনেত্রী। ফেসবুকেই ঘোষণা করলেন যে, সেখান থেকে তিনি বিদায় নিচ্ছেন।

শ্রীলেখার মন্তব্য, “ফেসবুক থেকে সাময়িক বিরতি নিচ্ছি। পেজ অ্যাক্টিভ থাকবে। আমার জীবন এবং ফ্রেন্ডলিস্ট দুই জায়গা থেকে বন্ধুতালিকা পরিষ্কার করে আবার হয়তো ফিরব। টক্সিসিটি থেকে বিদায়।”

[আরও পড়ুন: হাজার কোটির বাউন্ডারিতে ‘পাঠান’, ২২ গজে নাচ কোহলি-জাদেজার, শাহরুখ বললেন, ‘শিখুন’]

প্রসঙ্গত, ক্যামেরার সামনে ‘বিনোদিনী’ হয়ে উঠতে কোনওরকম কসরত বাকি রাখেননি রুক্মিণী মৈত্র। ২ বছর চুপিসারে নাচের তালিম নিয়েছেন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করেছেন। এমনকী রুক্মিণীকে বিনোদিনী অবতার দিতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছিল রূপটান শিল্পীদের। তারপরও শ্রীলেখার এমন কটাক্ষ শুনে পরিচালক-প্রযোজকরা খেপে গিয়েছেন। বহু তরজার পর এবার নিজেই ফেসবুক থেকে বিরতি নিলেন শ্রীলেখা মিত্র।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sreelekha mitra taking sabbatical from facebook toxicity

Next Story
সোনার বাটি-চামচে মুখেভাত পরিমণীর ছেলের, বিরিয়ানি ‘দাওয়াত’ দুঃস্থ-অনাথ পথশিশুদের
Exit mobile version