Advertisment
Presenting Partner
Desktop GIF

সৌজন্যের রাজনীতি, 'মদনদা সেরে উঠুন, খেলতে হবে আরও অনেকদিন', 'আর্জি' বাম-শ্রীলেখার

রাজনৈতিক রণক্ষেত্রের রঙিন মানুষটিই এবার করোনায় কাবু। কী বলছেন বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র?

author-image
IE Bangla Web Desk
New Update
Sreelekha

রাজনীতির ময়দানে রংচঙে মানুষ তিনি। তাঁর একেকটা মন্তব্যই আট থেকে আশির সংলাপ। রাজনীতিক হলেও তাঁর হলদে রোদ-চশমা আর কেতাদুরস্থ পোশাকের কদর বেজায় নবীন প্রজন্মের কাছে। মদনদা মানেই তৃণমূলের (TMC) মঞ্চে শো সুপারহিট! এই তো পঞ্চম দফায় কামারহাটি (Kamarhati) কেন্দ্রে ভোটের দিনই বাইক নিয়ে রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন। রাজনৈতিক রণক্ষেত্রের এমন রঙিন মানুষটিকেই কিনা এবার কাবু করল করোনা। মারণ ভাইরাস শরীরের থাবা বসানোয় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক। অতঃপর রাজনৈতিক রং-দল নির্বিশেষে সবাই মদন মিত্রের (Madan Mitra) আরোগ্য কামনায় রত হয়েছেন। তাঁদের কাতর আর্জি, "আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠুন মদনদা।" সেই প্রেক্ষিতেই সুর মেলালেন বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)।

Advertisment

রাজনৈতিক মতাদর্শে তফাৎ থাকতেই পারে। তবে বিরোধী শিবিরের নেতার অসুস্থতার দিনে আরোগ্য কামনা করতে ভোলেননি শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর কাতর আর্জি, "মদনদা সেরে উঠুন। খেলতে হবে আরও অনেক দিন। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, তবুও চাইব সেরে উঠুন দ্রুত।" বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রীর মুখে এহেন কথা শুনে নেটজনতার একাংশ আবার ঠাট্টা করতেও ছাড়েননি। শ্রীলেখার আক্ষেপ, এমন পোস্টেও মানুষের হাসির উদ্রেক হয়! তাঁর কথায়, "আসলে রাজনৈতিক মতাদর্শে তফাতের পাশাপাশি কমরেডদের সঙ্গে শিরদাঁড়াতেও পার্থক্য রয়েছে।"

প্রসঙ্গত, বুধবারের তুলনায় মদন মিত্রের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ভাল আছেন আপাতত। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তবে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন মদন মিত্র। তাই চিকিৎসকের কড়া পর্যবেক্ষণেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) কামারহাটি কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী। তাই এখনও উদ্বিগ্ন মদন-অনুরাগীরা। সেই প্রেক্ষিতেই বিরোধী দলের নেতা-প্রার্থীর উদ্দেশে সৌজন্যতা স্বরূপ দ্রুত সুস্থ হয়ে ওঠার আর্জি জানাতে দেখা গেল শ্রীলেখা মিত্রকে।

publive-image
Madan Mitra COVID-19 Sreelekha Mitra West Bengal Assembly Election 2021
Advertisment