Sreemoyee Chattoraj: বিয়ের একবছর পার, নতুন খবর দিলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী

Sreemoyee Chattoraj: বর্তমানে একটা সুখের সংসার সাজিয়েছেন তিনি। কিন্তু, এই ১ বছর পর তিনি আবার নতুন একটি কান্ড ঘটিয়েছেন। সেটা কী? তাহলে কি নতুন কিছু ঘটতে চলেছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sreemoyee chattoraj- started again as actress

sreemoyee-Tollywood: নতুন খবর দিলেন অভিনেত্রী... Photograph: (Instagram)

Sreemoyee Chattoraj: অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ, তিনি সবসময় আলোচনায় থাকেন। একে তো কাঞ্চনকে বিয়ে করার পর থেকে তাঁকে নিয়ে সমালোচনার শেষ নেই। কিন্তু, এসব গায়ে মাখেন না তিনি। বরং, নিজের দেমাগে এগিয়ে চলেছেন সবকিছু ছিন্ন ভিন্ন করে। এমনিও অভিনেত্রী, ভীষণ ঠোঁটকাটা।

Advertisment

কাঞ্চন মল্লিককে বিয়ে করার পর থেকে তিনি কোনওবিষয়েই রাখঢাক করেননি। শুধু তাই নয়, দেখা গিয়েছে বেডরুমের খবরও তিনি প্রকাশ্যে সবাইকে জানিয়েছেন। গত বছর নভেম্বরে যখন তিনি মেয়ে আসার সুখবর দেন, তখন অনেকেই কটাক্ষ এবং মজার সুরে নানা কথা বলেছিলেন। কেউ কেউ দাবি করেছিলেন হয়তো বা অভিনেত্রী বিয়ের আগেই অন্তঃসত্বা। তবে, না! তিনি জানিয়েছিলেন যে বিয়ের পরেই মা হওয়ার কথা জানতে পেরেছিলেন।

বিয়ের একবছর পার হতেই তিনি নানা কিছু শেয়ার করেছিলেন। কাঞ্চনকে যে কতটা ভালবাসেন, সেই নিয়ে মনের কথাও বলেছিলেন। বর্তমানে একটা সুখের সংসার সাজিয়েছেন তিনি। কিন্তু, এই ১ বছর পর তিনি আবার নতুন একটি কান্ড ঘটিয়েছেন। সেটা কী? তাহলে কি নতুন কিছু ঘটতে চলেছে? আবারও কোনও সুখবর? হ্যাঁ! একরকম সুখবরই বলা যেতে পারে। অভিনেত্রী আবারও নতুন করে শুরু করতে চলেছেন।

Advertisment

সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, আসন্ন সময়ে স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি ফিরছেন। এবং সেই সিরিয়ালে তাঁকে মায়ের ভূমিকায় দেখা যাবে। শুট হয়ে গিয়েছে প্রমোও। মুজ্য ভূমিকায় থাকবেন দিয়া বসু, এবং অন্যান্য বিখ্যাত অভিনেতারা। ফলে, মা হওয়ার পর যে বেশিদিনের ছুটি তিনি নেননি, একথা বলাই যায়। ছোট্ট কৃষভিকে নিয়ে যদিও বা অনেক আগেই বাড়ির বাইরে গিয়েছেন। দার্জিলিং ঘোরা থেকে শুরু করে, নানা উৎসবে তাঁকে নিয়ে যেভাবে মেতে থাকেন তিনি।

প্রসঙ্গে, একসময় ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এবং, গতবছর ফেব্রুয়ারি মাসেই জানা গিয়েছিল তাঁরা আইনি বিয়ের মাধ্যমে এক হয়েছেন। তাঁরপর ঘটা করে বিয়ে থেকে মা হওয়া কয়েকদিনের একটু বিরতি নিয়েই আবারও ফিরেছেন তিনি।

tollywood sreemoyee chattoraj Tollywood Actress Sreemoyee