Advertisment
Presenting Partner
Desktop GIF

Sreemoyee Chattoraj: শ্রীময়ীর বেবিবাম্পে কান পেতে শুনছেন কাঞ্চন, মায়ের মন কী বলছে?

Sreemoyee Kanchan: শ্রীময়ী, সমাজ মাধ্যমে নানা কিছু পোস্ট করে চলেছেন। কখনো দেখা যাচ্ছে কাঞ্চন হাসপাতালের বেডে তার যত্ন নিচ্ছেন, আবার কখনো শ্রী বেবি বাম্পের ছবি দিয়েই নয় মাসের এক সুন্দর যাত্রার, গতি প্রকৃতির বর্ণনা করছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sree kanchan

Sreemoyee-Kanchan: মাতৃত্ব নিয়ে কী বলছেন শ্রী?

যেদিন থেকে বিয়ে করেছেন, সেদিন থেকেই কাঞ্চন এবং শ্রীময়ীকে নিয়ে আলোচনা এবং সমালোচনা শেষ নেই। তার কারণ কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে, এবং অন্যদিকে শ্রীময়ী তার থেকে প্রায় ৩০ বছরের ছোট। তবে সম্প্রতি তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, কারণ তারা বিয়ের আট মাসের মাথায়, বাবা মা হয়েছেন।

Advertisment

তারপর থেকে শ্রীময়ী, সমাজ মাধ্যমে নানা কিছু পোস্ট করে চলেছেন। কখনো দেখা যাচ্ছে কাঞ্চন হাসপাতালের বেডে তার যত্ন নিচ্ছেন, আবার কখনো শ্রী বেবি বাম্পের ছবি দিয়েই নয় মাসের এক সুন্দর যাত্রার, গতি প্রকৃতির বর্ণনা করছেন। এবারও তিনি ব্যতিক্রম করলেন না। প্রথম সন্তানের অনুভূতি যে কোনও মায়ের কাছেই, খুব অন্যরকম। আট নয় মাস যে যাত্রার মধ্যে দিয়ে একজন মেয়ে যায়, প্রতিটা দিন তারা উপভোগ করেন।

আর আজ, অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন। ছোট ছোট ফটো দিয়ে বানানো হয়েছে ভিডিও। বিজয়ার পর সেই ছবিগুলো তুলেছিলেন অভিনেত্রী। যেখানে কাঞ্চনকে দেখা যাচ্ছে, শ্রীর বেবি বাম্পের উপর কান রেখে তিনি বাচ্চাকে একটু অনুভব করার চেষ্টা করছেন। সেসব ছবি ফ্রেমবন্দি করেছিলেন তারা। আর এবার সেটাই অনুরাগীদের দেখালেন।

ছবিতে দেখা যাচ্ছে কাঞ্চনের আনন্দ ধরছেনা। তখন ছোট্ট একরত্তিকে কাছে পেতে যেন মরিয়া তারা। আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড বাজছে, " রবি ঠাকুর ঠিকই বলেছিলেন। যখন তুমি সত্যি কাউকে ভালবাসবে, তখন চেয়েও তার খারাপ চাইতে পারবে না।" এবং সেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, "মাতৃত্ব, এ এক আলাদা অনুভূতি।"

উল্লেখ্য কালীপূজোর দুদিন পরেই, মেয়েকে স্বাগত জানিয়েছেন কাঞ্চন এবং শ্রীময়ী। নাম রেখেছেন কৃষভি। যদিও কাঞ্চনের, আগের পক্ষে একটি ছেলেও রয়েছে। আর এবার কন্যা সন্তানের বাবা হয়ে তার জন্য আনন্দ ধরছেনা। এ প্রসঙ্গে অবশ্য অভিনেতা, এক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তার ছেলে এবং মেয়ে দুজনই তার কাছে খুব প্রিয়। দুজনের মধ্যে কোনরকম তফাৎ চলে না। তাকে যত কটাক্ষই করা হোক না কেন, তার ছেলে-মেয়েকে যেন সবাই ছেড়ে দেন।

Tollywood Actress sreemoyee chattoraj Kanchan Mullick tollywood news
Advertisment