Advertisment
Presenting Partner
Desktop GIF

Sreemoyi Chattoraj: তখন ৭ মাসের কৃষভি, ঘুণাক্ষরেও টের পেতে দেননি প্রেগন্যান্সির কথা, সাধের অনুষ্ঠানে কী কী করেছিলেন শ্রীময়ী?

Sreemoyi Chattoraj Baby Shower: অন্তঃসত্বা অবস্থায়, তাঁর সাধভক্ষণের অনুষ্ঠানের নানা ছবি তিনি সমাজ মাধ্যমে শেয়ার করলেন। পরনে ভায়োলেট রঙের শাড়ি, শ্রীর সাজগোজ বেশ নজর কেড়েছে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
sree kanchan

Sreemoyi Baby Shower: শ্রীময়ীর সাধ ভক্ষনের অনুষ্ঠান...

তাঁদের যে সন্তান আসবে একথা কেউ জানতেই পারেননি। কাঞ্চন এবং শ্রীময়ী হঠাৎ করে নিজেদের সন্তান আসার কথা জানিয়েছিলেন। মেয়েকে পেয়ে যেন আনন্দে আত্মহারা তাঁরা দুজন। অভিনেত্রী, একে একে সেসব ছবি শেয়ার করছেন।

Advertisment

কাঞ্চন যদিও এই নিয়ে দ্বিতীয়বার বাবা হয়েছেন। এবার মেয়েকে পেয়ে যেন তাঁর খুশি ধরছে না। কৃষভি নাম রেখেছেন তাঁর। যদিও, ঘুণাক্ষরেও এতমাস জানতে দেননি যে মা হতে চলেছেন শ্রীময়ী। আস্তে ধীরে তাঁরা এবার শুরু করেছেন একের পর এক সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করা।

অন্তঃসত্বা অবস্থায়, তাঁর সাধভক্ষণের অনুষ্ঠানের নানা ছবি তিনি সমাজ মাধ্যমে শেয়ার করলেন। পরনে ভায়োলেট রঙের  শাড়ি, শ্রীর সাজগোজ বেশ নজর কেড়েছে। পরিবারের সব বড়দের উপস্থিতিতে এক সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। হাসিখুশি শ্রীময়ীর খাওয়াদাওয়া ছিল দেখার মত। আর সেইসব ছবি তিনি শেয়ার করে লিখলেন...

আরও পড়ুন  -    Sreemoyee Chattoraj Baby Girl : ‘হানিমুনের সময় সাড়ে চার মাসের প্রেগন্যান্ট’, সিক্রেট শেয়ার শ্রীময়ীর

"সাধের অনুষ্ঠান। তখন আমার কৃষভি আমার পেটুতে ৭ মাসের। এই দিনটা আমার জন্য খুব দারুণ ছিল। আমরা সকলে ভালবাসায় পরিপূর্ণ ছিলাম। যারা কাছের মানুষ, তাঁরা সকলে উপস্থিত ছিলেন। আমরা খুব কৃতজ্ঞ এবং আপ্লুত সকলের ভালবাসা এবং আশীর্বাদ পেয়ে। আপনারা সকলে মেয়েকে আশীর্বাদ করবেন।" 

শ্রীময়ী নিজেও সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি বিয়ের নানা সময়ের ছবি থেকে তাঁদের হানিমুনের ছবি সবটাই শেয়ার করেছিলেন। নাচে গানে আনন্দে তাঁরা বিয়ের নানা মুহূর্ত উপভোগ করেছিলেন। অভিনেত্রী, সহজভাবে সহজ ভাষায় বলতে ভালবাসেন। তিনি প্রথম থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে খুব পজিটিভ ছিলেন।

আরও পড়ুন  -   Pinky Banerjee- Kanchan Sreemoyi: 'আবার আরেকটা চ্যালেঞ্জ...', ভিন্ন সম্পর্কের মায়াজালে বাঁধা পড়ছেন কাঞ্চন, পিঙ্কির কি তবে...? 

তাই তো মেয়ে আসার আগে এবং পরে কাঞ্চনের আদর দেখে তিনি লিখলেন, "যে মানুষটি বিয়ের আগেও ভালো-মন্দ উভয় পরিস্থিতিতেই আমার পাশে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, যে মানুষটি আমার গর্ভাবস্থার যাত্রার প্রথম দিন থেকেই আমার যত্ন নিয়েছেন, আমার শরীরের যত্ন নিয়েছেন, আমার সমস্ত খাবারের আকাঙ্ক্ষা পূরণ করেছেন, আমার মেজাজের দোলাচলকে হাসিমুখে গ্রহণ করেছেন, আমাকে ভালবাসার সাথে ধরে রেখেছেন।"

sreemoyee chattoraj Kanchan Mullick tollywood news tollywood Tollywood Actress
Advertisment