Sridevi: দুই সন্তানের বাবার কাছে মেয়ের বিয়ের প্রস্তাব! বনি কাপুর নয়, জামাই হিসেবে কাকে চেয়েছিলেন শ্রীদেবীর মা?

Sridevi Mother: বনি কাপুরকে ভালবেসে বিয়ে করেছিলেন শ্রীদেবী। কিন্তু, শ্রীদেবীর মায়ের জামাই হিসেবে পছন্দ ছিল এক দক্ষিণী অভিনেতাকে। আর বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এক বিবাহিত পুরুষের কাছে। যিনি আবার দুই সন্তানের বাবা।

Sridevi Mother: বনি কাপুরকে ভালবেসে বিয়ে করেছিলেন শ্রীদেবী। কিন্তু, শ্রীদেবীর মায়ের জামাই হিসেবে পছন্দ ছিল এক দক্ষিণী অভিনেতাকে। আর বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এক বিবাহিত পুরুষের কাছে। যিনি আবার দুই সন্তানের বাবা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sridevi death anniversary news, sridebi old article, sridevi updates

বনি কাপুর নয়, জামাই হিসেবে কাকে চেয়েছিলেন শ্রীদেবীর মা?

Sridevi News: দিনটা ছিল ১৯৯৬ সালের ২ জুন। বনি কাপুরের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর এই বিয়ে ঘিরে শ্রীদেবী-বনি কাপুরের উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড় ঝাপটা। মেয়ের জন্য  শ্রীদেবীর মায়ের পছন্দ ছিল অন্য পাত্র। দক্ষিণী সুপারস্টার কমল হাসানকে বাড়ির জামাই হিসেবে চেয়েছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর এক অনুষ্ঠানে এই কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। একাধিক ছবিতে জুটি বেঁধে সফল হয়েছিলেন। রিলের সফল জুটিকে রিয়েলেও চেয়েছিলেন শ্রীদেবীর মা। এর মাঝেই প্রকাশ্যে আসে আরও এক সত্যি। তেলুগু অভিনেতা মুরালি মোহনের দাবি, শ্রীদেবীর মা তাঁর কাছে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। 

Advertisment

সাত ও আটের দশকে দক্ষিণী ইন্ডাস্ট্রির সফল অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন মুরালি মোহন। প্রায় ৩৫০ টির বেশি ছবিতে কাজ করেছিলেন। পরে রাজনীতি আর ব্যবসায় মন দেন তেলুগু ছবির এককালীন এই জনপ্রিয় অভিনেত্রী। Koimoi-এর খবর অনুযায়ী, এক সাক্ষাৎকারে মুরালি মোহন ফিল্মি কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগতজীবন নিয়েও খুল্লামখুল্লা কথা বলেন। কথা প্রসঙ্গেই উঠে আসে শ্রীদেবীর জন্য তাঁর  মায়ের আনা বিয়ের প্রস্তাব। তবে মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করেননি শ্রীদেবী। অভিনয় দক্ষতায় বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। যেমন ছিলেন ডাকসাইটে সুন্দরী তেমনই অসাধারণ অভিনয়। দুইয়ের মিশেলে মহিলা-পুরুষ নির্বিশেষে শ্রীদেবী ছিলেন সকলের ক্রাশ।

প্রসঙ্গত, শ্রীদেবী যখন কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে এগচ্ছিলেন তখনই তাঁর মা বিয়ের জন্য সম্বন্ধ দেখছিলেন। মুরালির কাছে মেয়ের জন্য যখন প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন তিনি বিবাহিত। এমনকী দুই সন্তানের বাবা-ও। সেই কথা শ্রীদেবীর মায়ের অজানা ছিল। কিন্তু, জানার পর মেয়ের জন্য মুরালির ভাবনা মাথা থেকে সম্পূর্ণ বের করে দিয়েছিলেন। শ্রীদেবীর সঙ্গে পরে বনি কাপুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৬-এ সাত পাকের বন্ধনে আবদ্ধ হন। বনি-শ্রীদেবীর জীবনে আসেন তাঁদের দুই সন্তান জাহ্নবী ও খুশি কাপুর।

Bollywood Couple bollywood movie bonny kapoor sridevi Bollywood News bollywood actress