গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও। সৃজিত, পার্ণোর পর এবার কোভিড থাবা বসালো কবি শ্রীজাতর (Srijato Bandyopadhyay) শরীরে। এই নিয়ে ২ বার করোনায় আক্রান্ত হলেন শ্রীজাত।
ডবল ভ্যাকসিন আগেই নিয়েছিলেন। তবে কোভিডের হাত থেকে নিস্তার পাননি। শ্রীজাত নিজেই সোশ্যাল মাধ্যমে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসার কথা ঘোষণা করেছেন। কবি জানান, "দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও।" আপাতত সামান্য উপসর্গ রয়েছে শরীরে। ঘরেই নিভৃতবাসে রয়েছেন। যাঁরা গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন, সেই আর্জিও জানালেন শ্রীজাত। সবশেষে তাঁর বার্তা, "সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন।"
<আরও পড়ুন: KIFF 2022: কোভিড বিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়েই হবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল>
পাশাপাশি আগামী কয়েকদিন কারও সঙ্গে ফোনে বেশি কথা বলবেন জানিয়ে ক্ষমাও চেয়ে নিলেন 'মানবজমিন' পরিচালক তথা কবি। প্রসঙ্গত, ডবল ভ্যাকসিন নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার খবর এর আগেও প্রকাশ্যে এসেছে। এমনকী, তৃতীয়বারও ব্যতিক্রম নয়। স্বয়ং বাবুল সুপ্রিয়ই এই নিয়ে তিনবার করোনায় আক্রান্ত হলেন।
আবারও চোখ রাঙিয়েছে অতিমারী। স্বাভাবিক জনজীবনে আবারও ছন্দপতন। দেশে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা যেমন হু-হু করে বেড়ে চলেছে, পাশাপাশি ওমিক্রনের বাড়বাড়ন্তেও জেরবার একাধিক রাজ্য। স্বাভাবিকভাবেই বিনোদুনিয়াও বিপর্যস্ত। বছরের প্রথম দিন থেকেই সৃজিত মুখোপাধ্যায়, পার্ণো মিত্রের মতো সেলেবদের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার জানা গেল, 'উমা' এবং 'রিস্তো কা মাঞ্ঝা' সিরিয়ালের পরিচালক-প্রযোজক সুশান্ত দাসের শরীরেও থাবা বসিয়েছে কোভিড।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন