Advertisment
Presenting Partner
Desktop GIF

অনুপমের জন্য সবকিছু, বন্ধুর হয়ে হাল ধরলেন সৃজিত-যীশু, বাদ পড়লেন পরম!

অনুপমের কারণেই মজলিশ থেকে বাদ পরম?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Srijit jissu anupam celebration new year, Parambrata missed?

অনুপম-যীশু-সৃজিত

নতুন বছর মানেই নতুন কিছু। আর তাঁর সঙ্গে নতুন সম্পর্ক, কাছের মানুষদের সঙ্গে ভালবাসার মুহূর্ত। দর্শনা এবং সৌরভের বিয়ের পর নতুন বছর। তাঁর সঙ্গে হোস্ট যদি যীশু সেনগুপ্ত ( Jissu Sengupta ) হন, তবে....

Advertisment

গতকাল এক সুন্দর আয়োজন করেছিলেন, যীশু এবং নীলাঞ্জনা। হাজির ছিলেন কাছের মানুষরা। ইন্দ্রাশীষ, রুদ্রনীল এবং সঙ্গে অনুপম - শিবপ্রসাদ, সৃজিত, দর্শনা সৌরভ- কে নেই। সেখানেই বসল গানের আসর। যীশু নিজেও অসাধারণ ড্রাম বাজান। গতকাল, তাল দিলেন অভিনেতা নিজেই। আর বাকি সব কিছু সামলে নিলেন অন্যরা।

অনুপম ( Anupam Roy ), ধরলেন সুর। সেই মানুষটা আর নেই... গান ধরতেই সৃজিত ( Srijit Mukherjee ) শুরু করলেন বাজানো। পরিচালকের সব গুণের মধ্যে এটাও একটা, আগে অনেকেই জানতেন না। সৃজিত বাজালেন স্যক্সোফোন। অনুপমের সুরে সুর মেলালেন তিনি। আর পাশে বসে, শিবপ্রসাদ.. তিনি কী করলেন?

এবছর পুজোয় একসঙ্গে চারটি ছবি রিলিজ করে। যার মধ্যে দশম অবতার এবং রক্তবীজ নেক টু নেক প্রতিযোগিতা করেছে। সবথেকে বেশি ব্যবসা করেছে এই দুটি ছবি। এবং এই দুইয়ের মধ্যে সবথেকে বেশিদিন সিনেমাহলে চলেছে রক্তবীজ। পুজোর ছবি হয়েও নতুন বছর অবধি দর্শকদের ভালবাসা পেয়েছে এই ছবি।

সৃজিত এবং অনুপমের পারফরমেন্স দেখে হারিয়ে গেলেন শিবপ্রসাদ। আনমনে তাকিয়ে, গাইতে শুরু করলেন। আর এই ভিডিও শেয়ার করলেন দর্শনা। অভিনেত্রী অভিভূত এই লাইভ অনুষ্ঠান দেখে। সকলেই বেজায় উপভোগ করলেন। অনুরাগীরা, অনুপমের উদ্দেশ্যে বললেন, আপনি সেই মানুষটাই থাকবেন আমাদের কাছে। আবার কেউ কেউ ইয়ার্কির সুরে বললেন, এইদিনে পরম দাকে চাই।

bollywood tollywood ANUPAM ROY jisshu sengupta Srijit Mukherji Entertainment News
Advertisment