Srijit-Mithila: বাড়িতে টেকা দায় হয়ে গিয়েছে মিথিলার! সাপের ভয়ে ওষ্ঠাগত প্রাণ সৃজিত-পত্নীর...

Mithila on Srijit's pet: সাপের আখড়া হয়ে উঠছে বাড়ি! মিথিলা সোজাসুজি বললেন..

Mithila on Srijit's pet: সাপের আখড়া হয়ে উঠছে বাড়ি! মিথিলা সোজাসুজি বললেন..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srijit mukherjee, mithila, srijit mithila, oti uttam

Rafiath Rashid Mithila- কী হল হঠাৎ?

Srijit's Pets: সৃজিতের বাড়িতে থাকা মানেই আতঙ্ক! স্ত্রী মিথিলার আর সহ্য হচ্ছে না এসব। প্রকাশ্যেই সৃজিতকে নিয়ে যা বললেন তিনি। ঝিলামের সামনেই উগরে দিলেন সব সত্যি কথা।

Advertisment

সাপের ভয়ে ওষ্ঠাগত প্রাণ, বাড়িতে ঢুকতেই পারছেন না তিনি! এক উলুপি নিয়েই শান্তি নেই। তারমধ্যে, আরও তিনজন। মোট ৪টি সাপ আরও নাকি আসার কথা আছে! এই নিয়েই সমস্যায় পড়েছেন মিথিলা। এসব দেখে যেন মাথায় বাজ ভেঙে পড়েছে তাঁর। কলকাতার বাড়িটা যেন ধীরে ধীরে সাপের আখড়া হয়ে যাচ্ছে।

অভিনেত্রী বলেন, "কলকাতার বাড়িটা ধীরে ধীরে সরীসৃপের বাড়ি হয়ে যাচ্ছে। সেই পথেই এগোচ্ছে।" এখানেই শেষ না। অভিনেত্রী সোজা সাপটা জানালেন রীতিমতো আতঙ্কে আছেন তিনি। বললেন, "বাড়িতে অনেকগুলো আছে। আমার বরের সাপ খুবই পছন্দ। প্রথমে একটা ছিল, এবার হল চারটে। শুনছি অনেকগুলো নাকি আসতে পারে আরও।"

Advertisment

আরও পড়ুন - Srijit-Mithila: ‘আমি সৃজিতের স্ত্রী! এটাই দুর্ভাগ্যের…’, মিথিলার ব্যক্তিগত জীবনে চূড়ান্ত আক্ষেপ?

মানুষের বাস, সেখানে এতগুলো সাপ! সম্ভব নাকি? বেঁচে থাকা তো দুর স্বাস নিতেও ভয় লাগা স্বাভাবিক। অভিনেত্রীর সাফ কথা, "প্রথমে যখন একটা ছিল ভয় পাইনি। এবার নাকি ৮ খানা হবে। সেটা তো ভয়ের কারণ হবেই।"

উল্লেখ্য, অভিনেত্রী ছাড়াও তিনি PhD করছেন। সমাজের হয়ে কাজ করছেন। বাংলাদেশ এবং কলকাতায় মিলিয়ে মিশিয়ে থাকেন তিনি। দুই দেশেই সিনেমা করেন। দুই দেশেই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু, একথাও ঠিক কেবলমাত্র সৃজিতের বউ হিসেবে তিনি পরিচয় পেতে নারাজ।

tollywood Srijit Mukherji Rafiath Rashid Mithila Entertainment News