Advertisment
Presenting Partner
Desktop GIF

Cyclone Yaas: বুক জলে নেমে ছাত্রদের নিয়ে বাঁধ মেরামতিতে ব্যস্ত সুন্দরবনের শিক্ষক, 'আপ্লুত' সৃজিত

শৈশবের পাঠ্যবইতে পড়া নেদারল্যান্ডসের হান্সের কথা মনে করালেন বিনয় মাস্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
Srijit Mukherjee, Cyclone Yaas

Yaas Effected Sundarban: শৈশবের পাঠ্যবইতে পড়া নেদারল্যান্ডসের হান্সের কথা মনে আছে? সুন্দরবনের (Sundarban) বিনয় মাস্টার যেন সেই স্মৃতিকেই উসকে দিলেন। ভরা জোয়ারে ভয়ঙ্করভাবে ফুলে-ফেঁপে ওঠা নদীতে নেমে বাঁধ মেরামতির কাজে লেগে পড়েছেন তিনি। বিনয় মাস্টারের সঙ্গী তাঁর ছাত্ররা। শিক্ষকের সঙ্গে বুক জলে দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে একযোগে লড়াই করে চলেছেন তাঁরাও। সেই বিনয় মাস্টারের বাঁধ মেরামতির গল্প-ই শোনালেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। দুর্যোগের দিনে শিক্ষকের এমন ভূমিকায় আপ্লুত পরিচালক ।

Advertisment

প্রসঙ্গত, কলকাতার বুকে সাইক্লোন ‘ইয়াস’ (Yaas) তেমন তাণ্ডব চালাতে না পারলেও উপকূলবর্তী অঞ্চলগুলিকে প্রায় লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে। বিশেষ করে মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভয়াবহ অবস্থা সুন্দরবনের। কারও বা বাড়ির চাল উড়েছে, নোনা জল ঢুকে ক্ষতি হয়েছে ঘর-বাড়ি, চাষের জমির, কোথাও বা বৈদ্যুতিন পরিষেবা বিচ্ছিন্ন। জলের তোড়ে ভেসে চলেছে বাড়ির জিনিসপত্র। ভিটে-মাটি খুইয়েছেন বহু মানুষ। বাস্তুহারা সেই মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই তো দূর অস্ত, একবেলার অন্নসংস্থান করাও দায় হয়ে উঠেছে। বাঁধ ভাঙার জেরে সর্বস্ব খুইয়েছেন অগুন্তি মানুষ। সুন্দরবনের সেই দুস্থ মানুষগুলিকেই রক্ষা করতে ময়দানে নেমেছেন বিনয় মাস্টার।

পুরো নাম বিনয় মণ্ডল। সুন্দরবনের তারানগর উচ্চ বিদ্যালয়ে ইতিহাস পড়ান তিনি। সেই বিনয় মাস্টারই তাঁর ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে উত্তাল নদীতে নেমে বাঁধ মেরামতির কাজ করছেন। ঠিক যেন ছোটবেলায় পড়া নেদারল্যান্ডের হান্স। যে কিনা সারারাত দেওয়ালের ফুটোয় হাত দিয়ে জল আটকে বাঁচিয়ে দিয়েছিলো গোটা গ্রামটাকে। সেই হান্সরা সুন্দরবনেও থাকেন। পেশাগত দিক থেকে কোনও চাকচিক্য নেই। কিন্তু নিজের গ্রামকে রক্ষা করতে, সুন্দরবনকে রক্ষা করতে বিনয় মন্ডলের মতো সাধারন মানুষগুলো লড়ে যান, নদীতে নেমে প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধ করে যান। সেই মহান শিক্ষকের কথাই ফেসবুকে অনুরাগীদের কাছে তুলে ধরেছেন সৃজিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sundarban West Bengal tollywood Cyclone Yaas srijit mukherjee
Advertisment