ব্যাস! সাড়ে সর্বনাশ... দীর্ঘদিনের জ্বরই হল কাল। ডেঙ্গু আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায়।
Advertisment
পরিচালক কিছুদিন ধরেই অসুস্থ। শুধু তাই নয়, জ্বরের কারণে বাতিল হয় উত্তরবঙ্গে দশম অবতারের শুটিং। চারিদিকে উপদ্রব এবং জ্বর না কমতেই অগত্যা টেস্ট। আর তাঁর রেজাল্ট? ডেঙ্গু বাঁধিয়ে বসেছেন সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেকথা।
নিজের ছবির গানের ছন্দেই লিখলেন, "জল রাস্তায় হয় ডেঙ্গু আর কমে যায় তাই প্লেটলেট"। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন কনফার্ম। আর তাতেই বুঝতে বাকি নেই, যে উত্তাপ বেশ সুন্দর ভাবেই বেড়েছে পরিচালকের।
কেউ কেউ জিজ্ঞেস করেও বসলেন, জ্বর কত? যদিও সকলের প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন তিনি। পরিচালকের সুস্থতা কামনা করেছেন সকলে। ডিন দুয়েক আগেও স্ত্রী মিথিলা জানিয়েছিলেন, যে বেশি বাড়াবাড়ি নয়। বরং সামান্য ফ্লু জ্বর হয়েছে তাঁর। কিন্তু আজই পরিচালকের পোস্টে মিল আসল অসুখের ইঙ্গিত।
এমনিও কলকাতা এবং তাঁর আশেপাশের এলাকায় ডেঙ্গু ছড়াচ্ছে ঝড়ের গতিতে। এবার মশার হাত থেকে বাঁচলেন না সৃজিত নিজেও। পুজোয় রিলিজ দশম অবতারের। শেষ হয়নি আউটডর শুটিং। এখন সবই পরিচালকের হাতে।