Advertisment

Swastika Mukherjee - Srijit Mukherjee: স্বস্তিকার সঙ্গে দ্বিচারিতা সহ্য হচ্ছে না সৃজিতের, উৎসবে ছবি রিলিজ নিয়েই ঝাঁঝালো পরিচালক...

Swastika Mukherjee and srijit Mukherjee: রাস্তায় নেমে প্রতিবাদের পাশাপাশি পুজো রিলিজ করছেন স্বস্তিকা। সৃজিতের জন্য এহেন কটাক্ষ নেই কেন? ছবিটা তো তাঁরও। তাহলে এহেন দ্বিচারিতা কেন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srijit and swastika

স্বস্তিকার পাশে দাঁড়ালেন সৃজিত


 সৃজিত মুখোপাধ্যায় নাকি স্বস্তিকার হয়ে লড়াই করছেন? জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে যে তারকারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছেন তাঁদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় অন্যতম। মেয়ের কাছ থেকে দেশে ফিরেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন স্বস্তিকা।

Advertisment

আর অভিনেত্রীর এই ভিন্ন রূপের দর্শন পেয়েই একদম যেমন মুগ্ধ, তেমনই তাঁর পুজোয় ছবি রিলিজ করার বিষয়ে অনেকেই রেগে আগুন। যিনি নিজে বলছেন উৎসবে ফিরবেন না, তিনি পুজোয় নিজের নতুন ছবি রিলিজের জন্য প্রমোশন করবেন কেন? যদিও স্বস্তিকার হয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, যে যারা চাকরি করছেন, ব্যবসা করে আন্দোলনে যাচ্ছেন তারা কি কাজ করছেন না?

স্বস্তিকা এই বিষয়ে সেভাবে কোনও মন্তব্যই করেননি। কিন্তু গতকাল, তাঁরা টেক্কার টিজার রিলিজের সময় এই নিয়ে মুখ খুলেছেন। স্বস্তিকা জানান, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক থাকাকালীন কোনোভাবেই পরিচালক তাঁকে কাজের সুযোগ করে দেননি। হাতে পায়ে পড়লেও সৃজিত নিজের ছবির কাজ নিয়ে কোনও সম্পর্কের কথা মাথায় রাখেন না। কিন্তু, অভিনেত্রী অনুরোধ করেন এবার যেন শুধু বন্ধুত্বের সম্পর্কের খাতিরে সৃজিত তাঁকে নানা চরিত্রে কাস্ট করেন।

কী বক্তব্য সৃজিতের? 

স্বস্তিকা সৃজিতের সঙ্গে কাজ করলেই বেশি ঝগড়া করেন। সৃজিতের সঙ্গে বেশ ঝাল মিষ্টি সম্পর্ক তাঁর। তাই, এই আন্দোলন চলাকালীন স্বস্তিকার সঙ্গে অন্যায় হচ্ছে দেখেই সৃজিত নাকি মুখ খোলেন। স্বস্তিকা বলেন, "সৃজিতের সঙ্গে আমার বেশ ঝগড়ার সম্পর্ক। কিন্তু, এখন আর ঝগড়া করে পারছি না। আর কতজনের সঙ্গে কোথায় কোথায় ঝগড়া করব? রাস্তায় নেমে ঝগড়া করছি। আর এখন তো দেখলাম আমার সৃজিতের সম্পর্ক নিয়েও আবার শুরু হয়েছে। কারণ, সৃজিত আমার হয়ে কথা বলছে। সে যে যা করার করুক। কেউ তো একজন আমার হয়ে বলছে।"

এরপরই সৃজিত আওয়াজ তোলেন মানুষের দ্বিচারিতা নিয়ে। সৃজিত বলেন, আমার না মানুষকে রাগিয়ে না দেওয়া অবধি শান্তি আসে না। আমি শান্ত মাথায় যুক্তি দিয়ে ঝগড়া করি। আমার মানুষের দ্বিচারিতা নিয়ে সমস্যা আছে। আমি দেখলাম স্বস্তিকা পুজোয় ছবি রিলিজ করছে বলে মানুষ ওকে ট্রোল করছে। কিন্তু সেটা আমায় করছে না। আমি কিন্তু প্রোটেস্টে ছিলাম, ছবিটা আমারও। আমার ক্ষেত্রে সবাই বলছে, যে দেখেছ সৃজিত একসঙ্গে দুটো সামলাচ্ছে। তাহলে স্বস্তিকাকে কেন বলবে? আবার সুদীপ্তাও যা তা শুনছে। শুধু বিনোদিনীর একটা পোস্টার দিয়েছে বলে।

এখানেই শেষ না। সৃজিত সোজা জানতে চাইলেন, "যারা সমালোচনা করছেন তারা কি চাকরি করছেন না? কাজ করছেন না? আপনারা ভুলে যাচ্ছেন, যেটা আপনারদের জন্য বিনোদন, সেটা আমাদের জন্য কাজ?"

উল্লেখ্য প্রায় অনেকবছর পর সৃজিতের সঙ্গে কাজ করছেন স্বস্তিকা। শাহাজাহান রেজেন্সির পর আবার একসাথে দুই বন্ধু। দেব নিজেও সৃজিতের সঙ্গে জুলফিকারের পর কাজ করছেন। এই ছবিতে দিয়েছেন রুক্মিণী এবং শৃজাও।

tollywood Swastika Mukherjee srijit mukherjee Tollywood Actress
Advertisment