Advertisment
Presenting Partner
Desktop GIF

Prosenjit Chatterjee: কী এমন কাজ, যার জন্য একমাত্র সৃজিতকেই ভরসা করেন প্রসেনজিৎ!

Bengali James Bond: গুরুদায়িত্ব পরিচালকের কাঁধে… প্রসেনজিতের কথায় প্রতিক্রিয়া কী সৃজিতের?

author-image
Anurupa Chakraborty
New Update
Prosenjit Chatterjee, Srijit Mukherjee, Bengali James Bond

Prosenjit Chatterjee on Bengali James Bond: চমকপ্রদ তথ্য দিলেন বুম্বা

বাংলায় যত পরিচালক আছেন তার মধ্যে এক্সপেরিমেন্টাল ছবি ঠিক কজন করতে পারেন? হাতে গুনে বলতে গেলে, কৌশিক গঙ্গোপাধ্যায় ( Kaushik Ganguly ), ধ্রুব বন্দোপাধ্যায় ( Dhrubo Banerjee ), অভিজিৎ সেন ( Avijit Sen ) এবং সৃজিত মুখোপাধ্যায়ের ( Srijit Mukherjee ) কথা না বললেই নয়।

Advertisment

এবার, তো খোদ ইন্ডাস্ট্রি সৃজিতকে এমন এক বিরাট কথা বলে দিলেন যে পরিচালক নিজেই হতবাক। গতকাল, প্রসেনজিৎ ( Prosenjit Chatterjee ) হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে। পাশে বসে রয়েছেন সৃজিত। বাংলা ছবিতে সৃজিতের বেশ ভালই অবদান রয়েছে। নানা ধরনের ছবি তিনি উপহার দিয়েছেন। অনেকেই তাঁকে বাংলার ক্রিস্টোফার নোলানের সঙ্গে তুলনা করেন। যদিও, এতে অনেকের আপত্তি রয়েছে।

কিন্তু গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন সৃজিতের ওপর তাঁর অনেন ভরসা। এইবছর সৃজিতের জন্য বেশ অন্যরকম। কারণ, তিনি মৃণাল সেনের জীবনী অনুকরণে পদাতিক ( Padatik ) রিলিজ করতে চলেছেন। তাঁর সঙ্গে রিলিজ করতে চলেছে দেবের টেক্কা ( Tekka )। আর এবার স্বয়ং বুম্বাদা তাঁকে গুরুদায়িত্ব দিয়েছেন। অভিনেতা গতকাল রাতে বলেন, একমাত্র এই কাজের জন্য আমি সৃজিতকেই বিশ্বাস করি।

আরও পড়ুন - Amitabh Bachchan-Rammandir: কোটি কোটি টাকার বিনিময়ে স্বপ্নপূরণ, অযোধ্যায় রামলালা ফিরতেই জমি কিনলেন অমিতাভ!

বাংলায় জেমস বন্ড তৈরি হলে সেটি কোন পরিচালক বানাতে পারেন? উত্তরে, প্রসেনজিৎ বলেন.. "আমার মনে হয়, একজনই পারেন এবং তিনি আজ এখানে বসে আছেন। তিনি সৃজিত মুখোপাধ্যায়। তাই, আমার মনে হয় এই দায়িত্বটা ওর নেওয়া উচিত।" আর এতেই উৎফুল্ল সৃজিত মুখোপাধ্যায়। তাঁর যেন হাসি ধরছে না।

সৃজিতের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। শুধু তাই নয়, প্রসেনজিৎ তাঁকে বেশ ভরসা করেন। এর আগেও গুমনামীর সময় একেবারেই রাজি ছিলেন না তিনি। কিন্তু বুম্বা রাজি হয়ে যান সৃজিতের কথায়। তারপর, আরও বেশ কয়েকবার তাদের গভীর বন্ধুত্বের পরিচয় পাওয়া গিয়েছে।

bollywood tollywood prosenjit chatterjee Srijit Mukherji Entertainment News
Advertisment