Srijit Mukherjee: সন্তানকে ফেলে কেন দেবের ছবির প্রমোশন কাঁধে নিয়েছিলেন সৃজিত? খোলসা করলেন SCREEN এর মঞ্চে ...

Srijit Mukherjee - Khadaan: বহুবছর বাংলায়, হার্ডকোর কমার্শিয়াল ছবি হয় না। সেখানে, দায়িত্ব নিয়ে দেব এমন একটি ছবি বানালেন। ফের একবার হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। তারপর থেকেই আলোচনায় দেবের ছবি…

Srijit Mukherjee - Khadaan: বহুবছর বাংলায়, হার্ডকোর কমার্শিয়াল ছবি হয় না। সেখানে, দায়িত্ব নিয়ে দেব এমন একটি ছবি বানালেন। ফের একবার হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। তারপর থেকেই আলোচনায় দেবের ছবি…

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dev-khadaan-srijit

Dev-Srijit: কী বললেন সৃজিত দেবকে নিয়ে? Photograph: (ফাইল চিত্র )

Khadaan-Srijit Mukherjee: খাদান ছবির সাফল্য নিয়ে বহুদিন আলোচনা হয়েছে। শুধু তাই নয়, দেব বহুবছর পর কমার্শিয়াল ছবিতে যে আলোড়ন ফেলেছিলেন, সেকথা অস্বীকার করার নয়। বাংলা ছবি নিয়ে, যখন বড় স্তরে আলোচনা করা হবে, তখন খাদানের মত ছবির প্রয়োজন হবে, এমনটাই বলেছিলেন দেব। আর গতকাল সৃজিত মুখোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেসের স্ক্রিন লাইভে এসে জানিয়ে দিলেন খাদানের কেন প্রমোশন করেছিলেন তিনি।

Advertisment

বহুবছর বাংলায়, হার্ডকোর কমার্শিয়াল ছবি হয় না। সেখানে, দায়িত্ব নিয়ে দেব এমন একটি ছবি বানালেন। ফের একবার হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। তারপর থেকেই আলোচনায় দেবের ছবি। এবং ছবি রিলিজের আগে দেবের হয়ে ফ্ল্যাগ ধরেছিলেন সৃজিত মুখোপাধ্যায় নিজেও। এমনকি, পরিচালককে দেখা গিয়েছিল, খাদানের টিশার্ট পরে তিনি গিয়েছিলেন সন্তানের প্রিমিয়ারে। যেখানে, আর পাঁচটা ছবি নিয়ে সৃজিত খুব একটা মাতামাতি করেন না, সেখানে কেন তিনি দেবের ছবির প্রমোশন করলেন?

গতকাল স্ক্রিনের বিশেষ পর্বে এসেই সৃজিত জানালেন সেকথা। দেব, যেখানে বাকিদের ছবি রিলিজের দিন সমাজ মাধ্যমে পোস্ট করেন, সেখানে সৃজিত মুখোপাধ্যায় দেবের হয়ে প্রমোশন করেছিলেন। আজও সত্যি বলে সত্যি কিছু নেই ছবির জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিনেতা। সেখানে সন্তানের জায়গায় খাদানের প্রচার প্রসঙ্গে সৃজিত গতকাল বলেন....

"আসলে এটা কমার্শিয়াল ছবি। আর আমরা জানি কমার্শিয়াল ছবি বাংলা সিনেমার মেরুদন্ড। এটা না থাকলে বাংলা ছবির ভিত বজায় রাখা সম্ভব না। সেই কারণেই, এই ছবির প্রচার আমি করেছি। এটুকু বলা সম্ভব, এই ছবিটা শেষ বছরের গেম চেনজার। বক্স অফিসে কিভাবে রাজ করে কমার্শিয়াল ছবি সেটা দেখিয়ে দিল খাদান।"

Advertisment

উল্লেখ্য, দেবের সঙ্গে সৃজিত কাজ করেছেন টেক্কা ছবিতে। বাংলা ছবিতে সেই ছবিও বেশ অন্যরকম বার্তা দিয়েছিল। যদিও, পুজো রিলিজ এই ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি। কারণ, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এর বহুরূপী দারুণ সাফল্য অর্জন করেছে।

Dev Khadaan srijit mukherjee