/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/swastika.jpg)
srijit-swastika: স্বস্তিকার কাণ্ডে শোরগোল
বন্ধুদের মাঝখানে কত কাণ্ডই না হয়, আর তারা যখন সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherjee) , স্বস্তিকা মুখোপাধ্যায় ( Swastika Mukherjee) এবং পরমব্রত চট্টোপাধ্যায় ( Parambrata Chatterjee) তখন উল্টোপাল্টা কিছু হবে না এও হতে পারে না। তিনজন মিলে যা কান্ড করলেন..
শহরের পাঁচতারা হোটেলে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা টলিউড। সেখানেই ভাইরাল জামাল কুদু ( Jamal kudu song ) গানে নাচতে দেখা গেল পরিচালক এবং তার বন্ধুদের। শাড়ির আঁচল মাথায় দিয়ে নাচলেন স্বস্তিকা। আর সৃজিত! সে কি ভয়ঙ্কর চোখমুখ। মাথায় স্কচের গ্লাস, সৃজিত চোখমুখ বড় করে নাচছেন। হাত ছেড়ে দিয়ে সে কি খেল দেখালেন পরিচালক। সঙ্গ দিলেন স্বস্তিকা।
আর অন্যদিকে পরমব্রত! যাকে নিয়ে এত হইচই। তিনি সৃজিতের মাথা থেকে গ্লাস নিয়ে এক চুমুক মারলেন। পরেই, আবার সেই গ্লাস মাথায় রাখতে গেলেন। কিন্তু লাভ হল না। পরিচালক এবার টাল সামলাতে না পেরে গ্লাস ভেঙে ফেললেন। সেই দেখে হতভম্ব স্বস্তিকা। অভিনেত্রী প্রকাশ্যে হেসে গড়ালেন। বাঁচানোর চেষ্টা করলেন স্বস্তিকা। তাও গায়ে মাথায় স্কচ পরে একসার কান্ড।
আরও পড়ুন - Shreemoyee-Kanchan: ‘কাঞ্চনকে আর পোষাচ্ছে না?’ ভালবেসে মুখ দিয়েই কেক খাওয়ালেন শ্রীময়ী…
সৃজিত - পরম এবং অনুপম : শেষ কিছুদিন ধরে সৃজিতকে অনেকেই দোগ্লা বলছেন। তিনি অনুপম ( Anupam Roy ) - পরম দুদিকেই আছেন। কেউ কেউ বলছেন, বন্ধুত্বের দারুণ নিদর্শন রয়েছে সৃজিতের। তবে পরিচালক খামতি রাখতে চান না। নিজের মন্তব্য নিজেই করলেন। কার দিকে থাকবেন তিনি? কার হয়ে কথা বললেন? লিখলেন... সৃজিত মনস্থির করতে পারছেন না। একবার অনুপমের পাশে, একবার পরমের। দেখে নিন। বলেই, রুক্মিণীর সঙ্গে একটি ছবি পোস্ট করলেন তিনি।
তবে, গতকালের কাণ্ড এখানেই শেষ না। স্বস্তিকার পরম-সৃজিতের প্রতি ভালবাসা দেখে অনেকেই বাঁকা চোখে দেখিয়েছেন। পরম এবং সৃজিতের জামা ঠিক করে দিতে দেখা গেল তাঁকে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই, বেশিরভাগ বলছেন এটা বন্ধুত্ব না গায়ে পড়া?