/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/Kakababu1.jpg)
দিন দুয়েক আগেই সৃজিত মুখোপাধ্যায় বড়দিনে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ঘোষণা করেছিলেন। সেই থেকেই দর্শকদের মধ্যে প্রত্যাশা, উন্মাদনার পারদ চড়েছে। আর রবিবার সকালেই অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালকমশাই প্রকাশ্যে নিয়ে এলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর টিজার।
আফ্রিকার জঙ্গল, জন্তু, রহস্য-রোমাঞ্চ, কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে সঙ্গী সন্তু ওরফে আরিয়ান ভৌমিক, একেবারে লার্জার দ্যান লাইফ গোছের ব্যাপার। এই ছবি বড়পর্দা ছাড়া মুক্তি পেলে যে দর্শকরা সত্যিই আক্ষেপ করতেন, এবার টিজারেই মিলল তার ইঙ্গিত। বড়দিনে যে বাঙালি সিনেদর্শকরা সুদূর আফ্রিকা-মাসাইমারা থেকে এক রগরগে থ্রিলার ছবি উপহার পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। কাকাবাবু এর আগে মিশর ও পাহাড়ে গিয়েছেন। তবে এই প্রথমবার জঙ্গলে যাচ্ছেন। বড়পর্দায় সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে এখন থেকেই যে দর্শকরা মুখিয়ে থাকবেন, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না!
সেই মিশর রহস্য, ইয়েতি অভিযান পেরিয়ে এবার ফের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) নিয়ে পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ঘটাতে চলেছেন তিনি। কাকাবাবু সিরিজের আগের দুটো ছবির দর্শকমনে বেশ সাড়া ফেলে দিয়েছিল। কাজেই এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও একইরকম আশাবাদী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আফ্রিকার জঙ্গলে রহস্য উদঘাটন করবেন কাকাবাবু ও তাঁর সঙ্গী সন্তু। লকডাউনের ঠিক আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্তু ওরফে আরিয়ান ভৌমিক-সহ গোটা টিম নিয়ে আফ্রিকায় গিয়ে শুটিং সেরে এসেছেন। ওদিকে অনেকদিন ধরেই এই সিনেমার জন্য অপেক্ষা করছেন সিনেদর্শকরা। এবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরেরই বড়দিনেই আসছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyabortan)।
আফ্রিকার বিস্তর জঙ্গল, কাকাবাবু-সন্তু জুটি আর জঙ্গলের মধ্যে এক হোটেল...
Here's the Official Teaser of #KakababurProtyaborton, a film by @srijitspeaketh | Releasing #ThisChristmas in theaters near you!@prosenjitbumba@AryannBhowmik Anirban Chakrabarti @iindraadip@iammonypic.twitter.com/1Mg6uxqPC5
— SVF (@SVFsocial) November 15, 2020