'কাকাবাবুর প্রত্যাবর্তন' এখনও মুক্তির অপেক্ষায়। 'ফেলুদা ফেরত'ও আসতে চলেছে আড্ডা টাইমসের পর্দায়। এর মাঝেই 'মুখুজ্জ্যেমশাই'য়ের নতুন কী প্রজেক্ট নিয়ে আসছে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। শোনা যাচ্ছে, সৃজিত (Srijit Mukherjee) নাকি এখন তাঁর আগামী বাংলা ছবি নিয়ে বেজায় ব্যস্ত। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি। সিনেমায় সেভাবে তারকাদের চাকচিক্য নেই। প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস। তাহলে কি এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে মন কষাকষি হল পরিচালকের? এই প্রশ্ন তো উঠবেই। কারণ, এযাবৎকাল সৃজিতের প্রায় ছবিই এসভিএফের ব্যানারে তৈরি হয়েছে। তবে এবার কেন এর অন্যথা হল?
এসব প্রশ্নের উত্তর পাওয়া সময়ের অপেক্ষা। ফেরা যাক, সৃজিতের নতুন ছবি প্রসঙ্গে। প্রসঙ্গত উত্তম কুমারকে আবর্তিত করে তৈরি হবে পরিচালকের নতুন ছবি। তবে এটি মহানায়কের বায়োপিক নয়। তাহলে? শোনা যাচ্ছে, এক ব্যক্তির জীবনে 'স্টার' উত্তম কুমারের প্রভাব, এই হল সিনেমার মূল প্রতিপাদ্য বিষয়। মহানায়ক অভিনীত বিভিন্ন সিনেমার সিকোয়েন্সের সঙ্গে ওই ব্যক্তির জীবনের নানা ঘটনা মিলে যায়। তারপর? বাকিটা ভাঙতে অবশ্য নারাজ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাই চিত্রনাট্য নিয়েও মুখে কুলুপ এঁটেছেন। এমনকী, যে বা যাঁরা এই ছবিতে কাজ করছেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যে ওয়ার্কশপ হলেও তাঁদের হাতেও চিত্রনাট্য দেওয়া হয়নি সেভাবে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি।
উল্লেখ্য, সৃজিতের ছবি মানেই ইন্ডাস্ট্রির প্রথম সারির মুখ। তারকা-খচিত ছবি। তবে এই নতুন ছবিতে নামী কোনও তারকা নেই। শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রদের অনেকেই নাকি প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, লাবনী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। এঁদের সঙ্গে ইতিমধ্যেই মহড়া-শুট হলেও গোপনীয়তার স্বার্থে কারও হাতেই চিত্রনাট্য তুলে দেওয়া হয়নি।
সূত্রের খবর, পরিচালক ইতিমধ্যেই উত্তম কুমারের বেশ কয়েকটি ছবির দৃশ্যের স্বত্ব কিনে নিয়েছেন। সব ঠিক থাকলে সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু হবে।