Advertisment
Presenting Partner
Desktop GIF

'গুমনামী' নিয়ে বিতর্কের জবাব দিলেন সৃজিত মুখোপাধ্যায়

বসু পরিবারের সদস্য চন্দ্র কুমার বসুর আপত্তি ছিল যে গুমনামী বাবার নির্দিষ্ট কোনও পরিচয় পাওয়া যায় না। সুতরাং এই ছবিতে তাঁকে নেতাজী হিসাবে দৃশ্যায়িত করা যাবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
আমি পরোপকারী তাই ব্লক করে দিই, বললেন সৃজিত

গুমনামীর ফার্স্টলুক। ফোটো- টুইটার

নেতাজীর জন্মদিনেই প্রকাশ্যে আসে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'গুমনামী'র পোস্টার। যে ছবির কেন্দ্রে থাকছেন বহু জল্পনার নায়ক গুমনামী বাবা। কিন্তু কে এই বাবা? তিনি কি নেতাজি সুভাষচন্দ্র বোস? তথ্য অনুযায়ী, ১৯৭০ সাল নাগাদ উত্তর প্রদেশে আর্বিভাব ঘটে গুমনামী বাবার। অনেকে বলতে শুরু করেন, এই বাবা আসলে নেতাজী সুভাষচন্দ্র বোস। তাঁর সঙ্গে নেতাজীর আদলের মিল পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে বলেন, আজাদ হিন্দ ফৌজের কিছু চিঠিপত্রও পাওয়া গিয়েছে তাঁর কাছে।

Advertisment

সৃজিত মুখোপাধ্যায় ছবিটা ঘোষণা করার পরই বিতর্ক তৈরি হয়েছিল। বসু পরিবারের এক সদস্য এই ছবি নিয়ে আপত্তি তোলেন। এবার সেই সংশয়ই স্পষ্ট করলেন পরিচালক। বসু পরিবারের সদস্য চন্দ্র কুমার বসুর আপত্তি ছিল যে গুমনামী বাবার নির্দিষ্ট কোনও পরিচয় পাওয়া যায় না। সুতরাং এই ছবিতে তাঁকে নেতাজী হিসাবে দৃশ্যায়িত করা যাবে না।

আরও পড়ুন, কলকাতায় তো চলছে না, কিন্তু কোথায় গেলে পাবেন ‘ভবিষ্যতের ভূত’-এর সন্ধান?

এবার এই আপত্তিরই জবাব দিলেন সৃজিত। তিনি বললেন, ''গুমনামী বাবাকে নেতাজী হিসাবে দেখাব কি দেখাব না এই সংক্রান্ত কোনও প্রতিশ্রুতি আমি চন্দ্র বাবুকে দিইনি। আমি বলেছি, সুভাষ চন্দ্রের শেষের দিনগুলো নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে এবং নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতেই ছবিটা তৈরি হবে। এছাড়াও মুখার্জি কমিশনের তথ্য-প্রমাণের ওপর নির্ভর করা হচ্ছে।''

আরও পড়ুন: ‘শঙ্কর মুদি’তে বিকল্প রাজনীতির কথা বলেছি, কিন্তু সিনেমা বন্ধ হলে কাঁদব না: অনিকেত চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, 'গুমনামী' অর্জুন ধর ও চন্দ্রচূড় ঘোষের বই 'কোনানড্রাম' থেকে অনুপ্রাণিত। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুভাষ বোসের অন্তর্ধান রহস্যকে পর্দায় ঘনীভূত হওয়ার আগে জল্পনায় ইতি টানলেন সৃজিত।

prosenjit chatterjee netaji Srijit Mukherji
Advertisment