'হার্টে ব্লকেজ...', অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়? পরিচালকের পোস্ট ঘিরে চাঞ্চল্য!

কাজ ফেলেই গেলেন চিকিৎসকের কাছে?

কাজ ফেলেই গেলেন চিকিৎসকের কাছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srijit mukherjee, srijit mukherjee fb post, srijit mukherjee news, srijit mukherjee update, srijit mukherjee dwoshom aboter, srijit mukherjee tollywood, srijit mukherjee director news, সৃজিত মুখোপাধ্যায়, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

সৃজিতের ডেঙ্গু?

শরীর খারাপ সৃজিতের? নাকি মনের গোলমাল! হঠাৎ কেনই বা সোশ্যাল মিডিয়ায় হিউমার যুক্ত পোস্ট করছেন সৃজিত! ভাল আছেন তো? তাঁর পোস্ট ঘিরেই চাঞ্চল্য, উদ্বেগে ভক্তরা।

Advertisment

শুরু করে দশম অবতারের রেইকি। কাজের পর কাজ। একটা শুটিং শেষ করে আরেকটা ধরতে সময় নিচ্ছেন মাত্র কয়েকদিন। চাপ তো বটেই, তাই বলে শরীরের যত্ন নিতে ভুলে গিয়েছেন সৃজিত? পরিচালক ছুটছেন ডাক্তারের কাছে? সকাল হতেই একটি পোস্ট করেন তিনি। মন পরিবর্তন হয়েছে, সেই কারণেই আজ আর কাজে যেতে ভাল লাগছে না তাঁর। প্রতিদিনের একঘেয়ে রুটিন আর কার ভাল লাগে? তবে, পরিচালকের পোস্ট দেখে বেশ সংকোচ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।

Advertisment

আরও পড়ুন < ইন্ডাস্ট্রির রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে বেশি কাজ করি : স্বস্তিকা মুখোপাধ্যায় >

তাঁর ঠিক ৬ ঘণ্টার মধ্যেই সৃজিত দিলেন এক বিরাট আপডেট! সেটি কি? অভিনেতা কি তবে সত্যিই হাজিরা দিয়েছিলেন চিকিৎসকের কাছে? তিনি লিখছেন, "আমার ফেসবুক এবং টুইটারে অনেক ব্লক থাকলেও হার্টে কোনও ব্লকেজ নেই। হার্টের সমস্যা হয়েছে পরিচালকের।" এই নিয়ে কোনও উত্তর না মিললেও তাঁকে ভাল থাকার পরামর্শ দিয়েছেন ভক্তরা। তবে, তিনি ভাল আছেন, গুরুতর অসুস্থতা নেই এটি শুনেও বেশ স্বস্তিতে তাঁরা।

উল্লেখ্য, সুপার কপ নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত। এদিকে, শুটিং শেষ পদাতিকের। শার্লক হোমসের বাংলা অনুকরণেও নির্দেশনা দিচ্ছেন তিনি। সামনেই বড় মাপের সব ছবির রিলিজ। চিন্তা যেমন রয়েছে, তেমনই ভক্তদের উন্মাদনাও রয়েছে।

tollywood srijit mukherjee Entertainment News