Advertisment
Presenting Partner
Desktop GIF

'চারদিকে অন্ধকার…', অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়? বরের শরীরের হাল হকিকত জানালেন মিথিলা

অসুস্থ সৃজিত! আটকালো শুটিং

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srijit mukherjee, srijit mukherjee fb post, srijit mukherjee news, srijit mukherjee update, srijit mukherjee dwoshom aboter, srijit mukherjee tollywood, srijit mukherjee director news, সৃজিত মুখোপাধ্যায়, টলিউড, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

সৃজিতের পোস্ট!

অন্ধকার! চারপাশে শুধুই অন্ধকার! দেখাও সম্ভব হচ্ছে না... সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ? পরিচালকের হলো টা কী? স্টেটমেন্ট দিয়ে দিলেও কারণ কিছুই ব্যাখ্যা করেননি তিনি।

Advertisment

একের পর এক শুটিং শেষ করছেন। দুর্গ রহস্যের পর, কিছুদিন শার্লক হোমসের শুটিং করতে ব্যস্ত ছিলেন। এরপর দশম অবতারের ঘোষণা করতেই সেই ব্যস্ততাও ঘিরে ধরেছিল তাঁকে। কিন্তু ফেসবুক দুই লাইনের একটি মন্তব্য, এবং তাতেই উদ্বিগ্ন অনুরাগীরা। পরিচালক মশাইয়ের হল টা কী? কিছুমাস আগেও নিজের শরীর খারাপের কথা জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন - সুনামি-হ্যারিকেন সব ফেল! ২৫০ কোটি পার, ২২ বছর পরেও বাজি জিতে নিল সানি দেওলের ‘গদর-২’

আজও, দশম অবতারের আউটডোর শুটিংয়ের যাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু সৃজিতের শরীর খারাপের কারণে সেও সম্ভব হয়নি। ফলে, সেই শুটিংও সামনের দিনে শেষ করতে হবে। তবে, সৃজিতের অসুস্থতা যে গুরুতর নয় সেকথা তাঁর স্ত্রী মিথিলা জানিয়ে দিলেন। সংবাদমাধ্যমে বললেন, "বেশি কিছু নয়। ফ্লু জ্বর হয়েছে। তবে এখন অনেকটাই ভাল আছেন।"

কিছুমাস আগেও সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখনও, অপেক্ষা না করে দৌড়েছিলেন চিকিৎসকের কাছে। সামনে অনেক কাজ বাকি। পুজোতেই রিলিজ দশম অবতার। তার আগেই চূড়ান্ত ব্যস্ততা। সামনের বছর আবার দেবের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

tollywood bollywood srijit mukherjee Entertainment News
Advertisment