Advertisment

ডুয়ার্সের জঙ্গলে বাঘের মুখে 'কালিন ভাইয়া'! ক্যামেরা ধরলেন সৃজিত, শুরু 'শেরদিল'-এর শুট

গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি বিভিন্ন লোকেশনে শুট হবে।

author-image
Sandipta Bhanja
New Update
Srijit Mukherji, Sherdil, Pankaj Tripathi, Sherdil shooting starts, সৃজিত মুখোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী, শেরদিল, শেরদিলের শুট শুরু করলেন সৃজিত, সৃজিত-পঙ্কজ ত্রিপাঠী, ডুয়ার্সের জঙ্গলে শেরদিল-এর শুটে পঙ্কজ ত্রিপাঠী, কালিন ভাইয়া, bengali news today, Bollywood

সৃজিত মুখোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী

কথা ছিল নভেম্বরে শুট শুরু হবে। হলও তাই। টলিউডের গণ্ডী পেরিয়ে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এখন বেজায় ব্যস্ত বলিউডে। তাপসী পান্নুকে নিয়ে সদ্য শেষ করেছেন 'সাবাশ মিঠু'। এবার ফোকাস করেছেন তাঁর পরবর্তী হিন্দি ছবিতে। 'শেরদিল'। মুখ্য ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Thripathi)। দর্শকদের মনে পঙ্কজ অভিনীত একাধিক চরিত্র দাগ কাটলেও সবাই তাঁকে 'মির্জাপুর'-এর 'কালিন ভাইয়া' বলেই ডাকেন বর্তমানে। সেই কালিন ভাইয়া-ই কিনা এবার ডুয়ার্সের জঙ্গলে বাঘের খপ্পড়ে! আর সম্মুখে ক্যামেরা ধরলেন 'মুখুজ্জ্যেমশাই'।

Advertisment

বৃহস্পতিবার থেকেই শুরু হল 'শেরদিল' (Sherdil)-এর শুটিং। লোকেশন উত্তরবঙ্গের জঙ্গল। সকাল সকাল সেখান থেকে ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে জানান দিলেন পরিচালক। উল্লেখ্য, 'বেগমজান', 'সাবাশ মিঠু'র পর এটা সৃজিতের তৃতীয় হিন্দি ছবি। আর মুখ্য ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী থাকায় এবার দর্শকরা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের থেকে ছক্কা হাঁকানোর আশা করে ফেলেছেন।

<আরও পড়ুন: গোবরের ঢিপিতে বসে ‘সুগন্ধ’ পেলেন সোনু সুদ! এ কেমন আজব কাণ্ড? নেটদুনিয়ায় হাসির রোল>

প্রসঙ্গত, ২০১৯ সালেই 'শেরদিল'-এর ঘোষণা করে ফেলেছিলেন সৃজিত। 'সাবাশ মিঠু' তখনও তাঁর ঝুলিতে আসেনি। মাঝে অতিমারী ভোগান্তি। তবে পর্দায় মিথিলা রাজের জীবনকাহিনি তুলে ধরার কাজ আগেভাগে শেষ করে, এবার নিজের স্বপ্নের প্রজেক্টে হাত দিয়েছেন তিনি। ওদিকে 'রাজকাহিনি' দেখে দর্শকরা পরিচালকের মার্কশিটে ভাল নম্বর বসালেও 'বেগমজান'-এর ক্ষেত্রে খানিক আশাহত হয়েছিলেন। তবে 'শেরদিল' নিয়ে উন্মাদনা তুঙ্গে। কারণ, এই ছবির গল্প সত্য ঘটনা অবলম্বনে।

'শেরদিল' নিয়ে ভাবনার সূত্রপাত কোথায়? ২০১৬ সালে আসলে খবরের কাগজে নেপালের একটি ঘটনার কথা জানতে পারেন সৃজিত মুখোপাধ্যায়। নেপাল সীমান্তে ৬০২ কিমি অঞ্চলজুড়ে একটি ব্র্যঘ্র প্রকল্প রয়েছে। যেখানে বাঘের সংখ্যা পঞ্চাশের বেশি। সরকারি নিয়ম অনুযায়ী, জঙ্গলের বাইরে বাঘের আক্রমণে কোনও এলাকাবাসীর মৃত্যু ঘটলে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। আর সেই টাকা পাওয়ার আশাতেই নাকি বহু দুঃস্থ পরিবার তাঁদের বৃদ্ধ কিংবা অসহায় কোনও পরিবারের সদস্যকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসত। পেটের দায় বড় দায়! খিদের জ্বালা মানবিকতার থেকেও বড় হয়ে ওঠে। সেইরকমই ঘটনা নিয়ে 'শেরদিল'-এর গল্প সাজান সৃজিত।

'শেরদিল' ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও অভিনয় করছেন সায়নী গুপ্তা, নীরজ কবির মতো দক্ষ অভিনেতারা। আজ থেকে শুরু হল শুটিং। গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি বিভিন্ন লোকেশনে শুট হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Srijit Mukherji Pankaj Tripathi bollywood Neeraj Kabi Sayani Gupta Sherdil
Advertisment