scorecardresearch

টলিউডেও কূটনীতি? গানের লড়াইয়ে মনোনয়ন থেকে বঞ্চিত ‘ভালবাসার মরশুম’! রেগে আগুন সৃজিত

গতবছরের সুপারহিট গান, অথচ মনোনীত নয়? X-প্রেমের পরিচালক বললেন…

srijit mukherjee, x-prem, srijit tollywood
রেগে আগুন সৃজিত!

X- প্রেমের গান নেই মনোনয়নে! রেগে আগুন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গতবছর ‘ভালবাসার মরশুম’ দর্শকদের মনোরঞ্জন যেমন করেছে তেমনই এই গানকে প্রেমের আন্থেম হিসেবেও  মনে করেছিলেন অনেকে। আর এবার, সেই বিখ্যাত গানকেই মির্চি মিউজিক অ্যাওয়ার্ড থেকে বাদ দেওয়া হয়েছে।

ফলেই, ভীষণ বিরক্ত সৃজিত মুখোপাধ্যায়। এমন একটি বিখ্যাত গান কীভাবে মনোনয়ন থেকে বিরত থাকে সেই নিয়েই ক্ষেপে আগুন পরিচালক এবং ভক্তরাও। একই ছবির তিনটি গান মনোনীত, এদিকে ভালবাসার মরশুম বাদ পড়ল সেই তালিকা থেকে?  তাই তো সোজা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন তিনি। কী লিখলেন পরিচালক?

আরও পড়ুন [ ‘সাদা-কালা’ সুরে জমল চঞ্চল-নচিকেতার ‘বসন্তকালে’র আড্ডা, ‘দোয়া-শুভেচ্ছা’ দুই বাংলার ]

মনোনয়নের তালিকা শেয়ার করেই সৃজিত লিখলেন, “ভালোবাসার মরশুম কিংবা x – prem মীর্চী মিউজিকের আলব্যাম অফ দ্যা ইয়ার অথবা সং অফ দ্যা ইয়ারের জন্য মনোনীত হয়নি। সপ্তক সানাই দাস কিছু মনে করো না, ওরা এই গানের রেসপন্স জানে। এও জানে মানুষ কতটা পছন্দ করেছে এই গানকে। এটা ছাড়া ওরা জিত আটকাতে পারত না। কিন্তু এটাই বুঝল না যে এর পরে ওদের নিজেদের ওপরই জোক করবে সবাই”। নাম না করেই নিজের রাগ প্রকাশ করেছেন সৃজিত। এখানেই শেষ নয়, অন্য একটি পোস্টে মির্চির একজন সদস্যকে মেনসন করেও বেশ কিছু দাবি রাখেন সৃজিত।

ভালবাসার মরশুম গেয়েছিলেন, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। যদিও এই দুই শিল্পীর নাম রয়েছে মনোনয়নের তালিকায়। সৃজিত এর সঙ্গে সহমত অনেকেই। বেশিরভাগ শ্রোতাদের কথায়, হার জিত পরে কিন্তু প্রাপ্য মনোনয়ন অবশ্যই দরকার ছিল। এভাবে একটি বিখ্যাত গানকে উপড়ে ফেলা যায় না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Srijit mukherji lashes award showed being joke for not keeping x prem in their nomination