Advertisment

Srijit Mukherji: সৃজিতের বাড়িতে নতুন সদস্য, ছোট্ট উলুপিকে না দেখেই ভয়ে ওষ্ঠাগত কাছের মানুষরা!

Srijit Mukherji news: এ কাকে নিয়ে এলেন সৃজিত যে ভয়ে জড়সড় বেশিরভাগ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srijit mukherjee, tollywood, srijit news

Srijit News- কাকে নিয়ে এলেন সৃজিত?

সবসময় ভিন্ন কাজ করতে ভালবাসেন সৃজিত মুখোপাধ্যায়। সে, ভিন্ন ধরনের ছবি হোক কিংবা হক কথা বলতে... পরিচালকের সবসময় অন্যকিছু পছন্দ। আর, এবার তিনি না কান্ড করলেন..

Advertisment

এর আগেও একবার বাংলাদেশের তারকা মিথিলাকে বিয়ে করে চর্চায় ছিলেন তিনি। কখনও তিনি বাংলার বুকে মাল্টিভার্স বানাবেন বলেও খোরাকের পাত্র হন। আর, এবার তিনি কী এমন করলেন যে হইহই রইরই ভাব! সৃজিত মুখোপাধ্যায় বাড়িতে নিয়ে এসেছেন একজনকে। যার নাম শুনতেই কেউ ভয় পাচ্ছেন আবার কেউ শাপ-শাপন্ত করছেন।

সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই তথ্য শেয়ার করেছেন সৃজিত। কাকে নিয়ে এসেছেন পরিচালক? পরিচালক লিখলেন, "জীবন পাল্টে গেল! বাড়িতে স্বাগত উলুপি।" এই উলুপি আসলে কে? আসলে উলুপীর অর্থ নাগেদের রানী। মহাভারতের একটি চরিত্র, মাইথোলজি সূত্রে অর্জুনকে বিয়ে করার অনুরোধ করেন তিনি। যাতে রাজি হন অর্জুন।

আরও পড়ুন - Mithun Chakraborty: মিঠুনের থেকেই ঠিকঠাক টাকা পেতেন, কী এমন কাজ করতেন জাতীয় পুরস্কার জয়ী মধুর?

তাঁর অর্থ এটুকু পরিষ্কার, সাপ কিনে এনেছেন তিনি। এবং সে যে সে কেউ না। বরং বল পাইথন। এবং তাঁর বাবা হিসেবেই নিজেকে জাহির করেছেন। যাই হোক, তাঁর এই নতুন প্রাণের কারণে ভয়ে জর্জরিত তাঁর বন্ধুরা। সৃজিতের এক বন্ধু বললেন, "আর তোর বাড়িতে যাব না।" আবার কেউ বললেন, "আমার শুনেই ভয় লাগছে।" আবার কারওর কথায়, ছবি দেখাও। কিন্তু সৃজিতের সাফ কথা, বাচ্চাদের ছবি দেখানো উচিত নয়, বড় হোক আরেকটু।

উল্লেখ্য, এমন উদাহরণ কলকাতায় শহরে কম নেই যারা সাপ বাড়িতে পোষ্য হিসেবে রাখেন। অন্যদিকে, সৃজিত শেষ করেছেন তার নতুন ছবি টেক্কার শুটিং। এই প্রথম দেবের সঙ্গে এক পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন তিনি। অতি উত্তম আসতে চলেছে শীঘ্রই।

tollywood Srijit Mukherji Entertainment News
Advertisment