বছরের শুরুতেই ফ্যানেদের জন্য উপহার দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর প্রথম ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'-এর লুক টুইট করলেন তিনি। প্রথমবার ফেলুদা রূপে টোটা রায়চৌধুরী, জটায়ুর বেশে অনির্বাণ চক্রবর্তী ও তোপসের ভূমিকায় নবাগত কল্পন মিত্রকে দেখতে পেয়ে আপ্লুত দর্শক। সোশাল মিডিয়ায় বাহবা কুড়োচ্ছেন সৃজিত।
আড্ডা টাইমসের প্রযোজনায় ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’- গল্প দুটি নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'। উত্তরবঙ্গে শুটিংও শুরু হয়েছে সিরিজের। সেখান থেকেই এই ছবির পোস্ট করলেন পরিচালক। বছরের শেষদিন দর্শকদের নস্ট্যালজিয়ার শ্রোতে ভাসালেন তিনি।
আরও পড়ুন, সিএএ প্রতিবাদের জন্য ভোজালি নিয়ে আক্রমণ, অভিযোগ পরিচালকের
কে হবেন সৃজিতের ফেলুদা, তা অবশ্য প্রথমে ঠিক হয়নি। অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত- এই তিনজনের কথাই মাথায় ছিল সৃজিতের। তবে কাকে নেবেন তা তখনও ঠিক করে উঠতে পারেননি। ফেলুদা চরিত্রের কাস্টিং নিয়ে পাবলিক পোলও করেছিলেন পরিচালক। সবদিক মিলিয়ে শেষ পর্যন্ত ঠিক হয়েছিল টোটা রায়চৌধুরী।
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সৃজিত বলেছিলেন, ”কেবলমাত্র অডিয়েন্স পোল নয়, অনেকগুলো বিষয় একসঙ্গে কাজ করছে। অনির্বাণের (ভট্টাচার্য) হইচইয়ের সঙ্গে চুক্তি রয়েছে। আবির ওয়েব সিরিজ করবে কি করবে না তা নিয়ে ওর দ্বন্দ্ব রয়েছে। সবথেকে বড় কথা টোটাকে ‘টিনটোরেটর যিশু’ দেখেই বলেছিলাম কোনওদিন যদি আমি ওয়েব সিরিজ করি সেখানে তোকে মুখ্যচরিত্রে নেব। তাছাড়া টোটার চেহারার সঙ্গে ফেলুদার স্কেচের অদ্ভুত মিল। সবমিলিয়ে, হ্যাঁ টোটাই সিরিজের ফেলুদা।”
আরও পড়ুন, সাংসদ হওয়ার পর মিমি-র প্রথম ছবি, বিপরীতে অনির্বাণ
জানুয়ারী জুড়ে শুটিং হবে এই সিরিজের। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় খুব তাড়াতাড়ি সামনে আসবে সত্যজিৎ রায়ের 'ফেলুদা'।