Virat Kohli RCB IPL : শোলের বন্ধুত্বেই পূর্ণতা বিরাট-এবি জুটির! গোটা দেশের হৃদয় ছুঁল সৃজিতের পোস্ট

Virat Kohli-AB de Villiers: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের মুহূর্তের সাক্ষী ছিলেন এবি ডিভিলিয়ার্স। জয়ের পর বিরাট-ডিভিলায়ার্সের আবেগঘন মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিভিলিয়ার্সকে জড়িয়ে আবেগে চোখে জল কিং কোহলির। সেই বিরল মুহূর্তটাকে শেয়ার করে কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়?

Virat Kohli-AB de Villiers: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের মুহূর্তের সাক্ষী ছিলেন এবি ডিভিলিয়ার্স। জয়ের পর বিরাট-ডিভিলায়ার্সের আবেগঘন মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিভিলিয়ার্সকে জড়িয়ে আবেগে চোখে জল কিং কোহলির। সেই বিরল মুহূর্তটাকে শেয়ার করে কী লিখলেন সৃজিত মুখোপাধ্যায়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শোলের বন্ধুত্বেই পূর্ণতা বিরাট-এবি জুটির!

শোলের বন্ধুত্বেই পূর্ণতা বিরাট-এবি জুটির!

Srijit Mukherji virat kohli: বিরাট কোহলির (Virat Kohli) ক্যাবিনেটে প্রায় সব ট্রফিই রয়েছে। ছিল না শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগের (IPL 2025) খেতাব। গোটা দেশ প্রার্থনা করছিল, এবার যেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হাত ধরে সেই ষোলোকলা পূর্ণ হয়। অবশেষে হল শাপমোচন। ১৮ বছর পর রজত পতিদারের হাত ধরে আইপিএল খেতাব জয় করল আরসিবি ব্রিগেড। ফাইনাল ম্য়াচে পঞ্জাব কিংসকে (Punjab Kings) তারা ৬ রানে পরাস্ত করল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের মুহূর্তের সাক্ষী ছিলেন এবি ডিভিলিয়ার্স। জয়ের পর বিরাট-ডিভিলায়ার্সের আবেগঘন মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিভিলিয়ার্সকে জড়িয়ে আবেগে চোখে জল কিং কোহলির। সেই বিরল মুহূর্তটাকে শেয়ার করেছেন বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অলটাইম হিট মুভি শোলের জয়-ভীরু জুটির সঙ্গে তুলনা করেছেন। দোসর সেই ছবির ফেমাস সংলাপও।  

Advertisment

Advertisment

সৃজিত তাঁর পোস্টে লিখেছেন, 'ভীরু- কিউ জয়, ম্যায় জ্যায়দা তো নেহি বোল গ্যায়া? জয়- পার্টনার আভি বোল দিয়া হ্যায় তো দেখ ভি লেঙ্গে।' সিনেমার এই সংলাপ আজও লোকমুখে ফেরে। একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)-তে খেলতেন এবি ডিভিলিয়ার্স। এখন ২২ গজে না খেললেও গ্যালারি থেকে দলকে চিয়ার্স করতে এসেছিলেন এবি ডিভিলিয়ার্স। বিরাটের স্বপ্নজয়ের পরই বুকে টেনে নিয়েছেন। প্রাক্তন-বর্তমানের যুগলবন্দি সেই মুহূর্ত যেন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থেকে গেল। বিরাটের বিরাট সাফল্যের পর শুভেচ্ছায় ভাসছেন। রুপোলি দুনিয়ার তারকারা কনগ্র্যাচুলেট করেছেন কিং কোহলিকে। 

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ছেলের কীর্তি শেয়ার করেছেন। ম্যাচ জেতার পর বিরাট যখন অনুষ্কাকে জড়িয়ে কাঁদছেন তখন বাড়িতেই কেঁদে কুল কিনারা পাচ্ছিল না আল্লুর ছেলে। মাটিতে শুয়ে মুখ গুজে সে কী কান্না! এরপর নিজের মাথায় নিজেই জল ঢেলে ড্রইংরুমে টেলিভিশনের সামনে ১৮ বছর পর বিরাটের বিরাট জয়কে সেলিব্রেট করেছে তারকা পুত্র। বলি অভিনেতা রণবীর সিং থেকে অজয় দেবগন, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের সাকসেস সেলিব্রেশনে মাতোয়ারা। 

আরও পড়ুন ১৮ বছর পর শাপমোচন, স্বপ্নপূরণ বিরাটের! অবশেষে আইপিএল জিতল আরসিবি

Virat Kohli Srijit Mukherji IPL