পুজোয় বাংলার প্রথম ‘কপ ইউনিভার্স’ নিয়ে আসছেন সৃজিত, সঙ্গে যিশু-শুভশ্রী!

‘ভিঞ্চি দা’, ‘২২শে শ্রাবণ’কে মিলিয়ে এক ছবিতেই বক্সঅফিসে ‘ছোবল’..!

Srijit Mukherji, Bengali Cop universe, Srijit Mukherji Puja 2023 release, Puja 2023 release, Puja 2023 film release, tollywood boxoffice, Bengali films, সৃজিত মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের পুজো রিলিজ, পুজো বাংলা সিনেমা রিলিজ, টলিউডের খবর, ২০২৩ পুজোয় বাংলা সিনেমা, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়
'ভিঞ্চি দা', '২২শে শ্রাবণ'কে মিলিয়ে 'কপ ইউনিভার্স' নিয়ে আসছেন সৃজিত

পুজোর সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। অতঃপর পরিচালক-প্রযোজকরাও সারপ্রাইজ দেওয়ার দৌঁড়ে। তেইশের পুজোর স্লটের ইতিমধ্যেই বুকিং শুরু। নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’, দেবের ‘বাঘাযতীন’ থেকে অরিন্দম শীলের ‘সারান্ডায় মিতিন’। এত হাঁকডাকের মাঝে টলিপাড়ার ‘মুখুজ্জ্যেমশাই’ চুপ-ই ছিলেন। তবে শেষপাতে একেবারে চমক নিয়ে হাজির হলেন। এবার পুজোয় দারুণ চমক দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

প্রথমবার বাংলা সিনেমার ময়দানে ‘কপ ইউনিভার্স’ নিয়ে আসতে চলেছেন সৃজিত। তাঁর পরিচালিত ‘ভিঞ্চি দা’ এবং ‘২২শে শ্রাবণ’-এর পুলিশ চরিত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে বক্সঅফিস তোলপাড় করবেন। ওদিকে ‘২২শে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরি ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এদিকে ‘ভিঞ্চি দা’র চরিত্র বিজয় পোদ্দার, যে চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ছিলেন, সেই প্রবীর-বিজয় এবার একসঙ্গে অপরাধদমন করবেন। প্রযোজনায় এসভিএফ। দিন কয়েক আগে কর্ণধার মহেন্দ্র সোনিই এমন চমকের ইঙ্গিত দিয়েছিলেন।

[আরও পড়ুন: ‘করণ জোহরই প্রিয়াঙ্কাকে ভারত-ছাড়া করেছে!’ বিস্ফোরক কঙ্গনা, টানলেন ‘টক্সিক’ শাহরুখকেও]

টলিউডের অন্দরমহলে জব্বর খবর, সৃজিতের ‘কপ ইউনিভার্স’-এ থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তও। যদিও দুই তারকার তরফে কোনওরকম মন্তব্য করা হয়নি, তবে যিশুর সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনার কথা শোনা গিয়েছে। অতঃপর ফের বহুদিন বাদে সৃজিত-যিশু জুটিকে পাচ্ছেন দর্শকরা। দ্বিতীয় পুরুষ সিনেমার পর থেকেই নাকি পরিচালকের মস্তিষ্কে এমন গল্প উঁকি দিচ্ছিল। তবে তারকাদের ডেট ফাইনাল হলেই শুটিং শুরু হবে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Srijit mukherji to direct bengali cop universe film in this puja

Next Story
বুকের খাঁজে লক্ষ্মীর লকেট, হিন্দু ধর্মের ‘বিরুদ্ধাচরণ’! তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা দায়ের
Exit mobile version