/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/srijit.jpg)
Srijit-Souraseni: কী আলোচনা হল দুজনের?
তিনি সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherjee ), তাঁর অধিকার রয়েছে নায়িকাদের নানা উপদেশ দেওয়ার। তবে, প্রকাশ্যে সৌরসেনি মৈত্রকে ( Sauraseni Maitra ) চেহারা নিয়ে কথা বলবেন তিনি! আর অভিনেত্রী যা বললেন...
সামনেই হয়তো বা সৌরসেনীকে নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত। পরিচালকের চরিত্রের প্রয়োজনে কেমন নায়িকা দরকার? সেকথা নাকি আগেই জানিয়েছিলেন সৃজিত। কিন্তু তাও সৌরসেনী তাঁর কথাই শুনছেন না! বরং ক্রমশই তর্ক করে গেলেন। আর এবার সৃজিত প্রকাশ্যে জানালেন আসল কথা।
সৌরসেনীকে প্যাকাটি বললেন তিনি। সৃজিতের এই কথা শুনেই সৌরসেনী প্রতিবাদ করে উঠলেন। পরিচালকের কথায়, "আমি হিরোইনকে বললাম, সময় আছে। এই প্যাকাঠি চেহারা থেকে একটু ঠিক হতে। আমি বলছি না যে মোটা হতে কিন্তু পারফেক্ট একটা শেপে আসতে। সেই জন্য এখনও দুমাস সময় আছে। কিন্তু সৌরসেনী মোটা হতে নারাজ। কারণ, তাঁর কথায়...
আরও পড়ুন - Ushasi Chakraborty: সায়নী ঘোষের রাজনৈতিক মতাদর্শটা এক্কেবারে ভুল: উষশী চক্রবর্তী
"Fat অর্থাৎ মোটা তিনি হবেন না। বরং, তিনি PHAT হতে চান। অর্থাৎ প্রিটি, হট অ্যান্ড টেম্পটিং।" আর এসব শুনেই, সৃজিতের আরও মাথায় বাজ। বললেন, "এসব আমি জানি না। কী বলে সেটা বুঝি না। শুধু এটুকু নায়িকাকে বলে দিচ্ছি, তৈরি হও।"
এদিকে, অভিনেত্রীর বক্তব্য ঠিক এমনই শুধু তো অভিনয় করব। তাঁর সঙ্গে চেহারা ম্যাটার করে? কিন্তু না! পরিচালক নিজের কথায় অটল। আর তাদের এই বক্তব্য দেখে কেউ কেউ বলেন, যত ন্যাকামি। আবার কারওর কথায়, মডেল আবার নায়িকা হয়? আবার কেউ বললেন, এরা বুঝবে না হেলদি আর মোটার পার্থক্য।