Advertisment
Presenting Partner
Desktop GIF

'এক্স রে - সিলেক্টেড সত্যজিৎ শর্টস' নিয়ে ফ্লোরে টলিউডের ফার্স্ট বয়

একদিকে টেলিভিশন শোয়ের সঞ্চালকের আসনে সৃজিত মুখোপাধ্যায়। মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ভিঞ্চি দা'-র ট্রেলার। তার মধ্যেই ব্যস্ত রয়েছেন 'গুমনামী বাবা'র রেকি নিয়ে। এবার শোনা যাচ্ছে, ওয়েব সিরিজ নিয়ে ফ্লোরে আসছেন পরিচালক।

author-image
IE Bangla Web Desk
New Update
SRIJITS SERIES ON SATYAJIT

সিরিজের নাম 'এক্স রে'।

একের পর এক খবরের দৌলতে নিজেকে সারাবছর শিরোনামে খুঁজে পান এই পরিচালক। কখনও ছবির তৈরি জন্য, কখনও ছবির সাফল্যের জন্য, আবার কখও বিতর্কের কারণে। এবার টেলিভিশন শোয়ের সঞ্চালকের চেয়ারে সৃজিত মুখোপাধ্যায়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ভিঞ্চি দা'-র ট্রেলার, তার মধ্যেই ব্যস্ত রয়েছেন 'গুমনামী বাবা'-র শুটিং স্পটের খোঁজে। এবার শোনা যাচ্ছে, নিজের ওয়েব সিরিজ নিয়ে ফ্লোরে আসছেন পরিচালক।

Advertisment

সত্যজিৎ রায়ের ১২টি গল্প নিয়ে হিন্দিতে ১২ টি স্বল্প দৈর্ঘ্যের ছবির সিরিজ তৈরি করবেন সৃজিত, একথা আগেই জানিয়েছিলেন তিনি। প্রথমে আটটি ও পরে বাকি চারটি গল্পের শুটিং হওয়ার কথা ছিল। এবার সেই আটটির একটি গল্প নিয়ে শুটিং শুরু করতে চলেছেন তিনি। সিরিজের নাম 'এক্স রে'। গতবছরই শুরু হয়ে গিয়েছিল প্রি-প্রোডাকশনের কাজ। কিন্তু টলিউডের ফার্স্ট বয়ের পক্ষেই এত তাড়াতাড়ি ফ্লোরে যাওয়া সম্ভব।

আরও পড়ুন, নগরকীর্তন থেকে প্রেম, কী বললেন ঋদ্ধি?

সত্যজিৎ রায়ের 'আরও বারো', 'এক ডজন গপ্পো', 'এবারও বারো'-র মত সংকলন থেকে ১২টি গল্প বেছেছেন সৃজিত। এমনকী প্রত্যেকটা গল্পের শুট তিনি ভিন্ন ভিন্ন শহরে করবেন বলেও খবর। প্রথম গল্পের শুটিং হবে কলকাতায়, এমনটাই জানা গিয়ছিল, তবে কোন গল্প, কারা অভিনয় করবেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি। সূত্রের খবর, রাজেশ শর্মা, বিদিতা বাগ, কে কে মেনন, খরাজ মুখোপাধ্যায় অভিনয় করতে পারেন এই সিরিজে। 'গুমনামী বাবা'-র স্পট পরিদর্শন, 'ভিঞ্চি দা'-র পোস্ট প্রোডাকশনের কাজ, 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর প্রি-প্রোডাকশনও শুরু হয়ে গিয়েছে, ফলে আটটি গল্প একেবারে শুট শেষ করে কবে ওয়েব সিরিজ দর্শকের সামনে আসবে সেটা এখনই বলা যাচ্ছে না।

satyajit ray Srijit Mukherji web series
Advertisment