শেষ হল গাঁটছড়া। একসঙ্গে এত মুহূর্তের সাক্ষী থাকলেন তারা। শেষ কিছুমাস সেই দলের সঙ্গেই ছিলেন নতুন বউ শ্রীপর্ণা। বাস্তবেও তাঁর গাঁটছড়া সামলে দিলেন গৌরব।
Advertisment
তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন গৌরব এবং দেবলীনা। সঙ্গে গাঁটছড়া ধারাবাহিকের পরিবার। গৌরবের সঙ্গে শ্রীপর্ণার জুটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু, বেশিদিন সেই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গেল না। তবে, শ্রীপর্ণার বিয়েতে এক মোক্ষম দায়িত্ব সামলালেন গৌরব।
অনস্ক্রিন এবং অফস্ক্রিন বরকে পাশে নিয়েই মিষ্টি মুহূর্ত উদযাপন শ্রীপর্ণার। দেবলীনা রইলেন সঙ্গে। গৌরবের সঙ্গে ছবি তুললেন, কিন্তু পরেই মনে পড়ল বরকে সঙ্গে ডাকা উচিত। এদিকে গৌরব, নিজ দায়িত্বে বরকে ডেকে নিলেন। সামলে দিলেন তাঁর পোশাক এবং জোড়ের চাদর।
গা থেকে খুলে যাচ্ছিল চাদর। নিজে হাতে সামলে দিলেন গৌরব। আর এই দৃশ্য নজর এড়াল না কারওর। বেশিরভাগ বললেন, দুই বরকে পাশে নিয়ে একসঙ্গে হাসাহাসি করতে ব্যস্ত অভিনেত্রী। এদিকে, বরের চাদর খুলে যাচ্ছে, সেইদিকে হুশ নেই তার। বরং গৌরব ধরে রাখলেন গায়ের চাদর। বরকে অপ্রস্তুত হওয়া থেকে বাঁচালেন তিনি।
প্রসঙ্গত, গতকাল শেষ হয়েছে গাঁটছড়া সিরিয়ালের শেষ পর্বের শুটিং। সেখানেই তারকারা একসঙ্গে ছবি তুললেন। মুহূর্ত শেয়ার করলেন। সেখানে অনুপস্থিত ছিলেন শ্রীপর্ণা। স্বাভাবিক, নতুন বউ, তাঁর অনেক দায়িত্ব। তবে, এই ধারাবাহিকের সকলকেই যে দর্শকরা মিস করবেন সেকথা জানিয়ে দিলেন তারা।