/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/sritama.jpg)
Bengali serial: কেমন দেখতে শ্রীতমার প্রেমিককে?
Sritama Bhattacherjee: প্রেমে মশগুল অভিনেত্রীরা। সঙ্গীর চেহারার বর্ণনা দিতে গিয়েই যা কান্ড হল দিদি নম্বর ওয়ানের মঞ্চে। 'কার কাছে কই মনের কথার' পুতুল অর্থাৎ শ্রীতমা নিজেই জানালেন সেকথা। প্রেমিকের চেহারার ভুল বর্ণনা করছেন রচনা?
রচনা বন্দোপাধ্যায়ের শো মানেই তাতে নানা কীর্তি। উঠে আসে নানা গল্প। এমনকি, হাঁড়ির খবর শোনা যায় তাঁদের কাছ থেকে। কিন্তু, অভিনেত্রী পুতুল অর্থাৎ শ্রীতমা প্রেম করছেন কিনা সেই নিয়েও নানা গুঞ্জন রয়েছে। নিজেমুখে সেসব শেয়ার না করলেও বাকিরা কিন্তু এবার বাতলে দিলেন আসলেই কি হচ্ছে তাঁর জীবনে।
নতুন বছর, খাওয়াদাওয়ার পাশাপাশি চলছে অনেককিছু। এমনকি, অভিনেত্রী শ্রীতমা যে কী পরিমাণ নাচতে ভালবাসেন সেকথাও সাফ জানালেন মানালি। খাবারের প্রতি তাঁর অনেক টান। ফ্লোরে সারাক্ষণ খাওয়াদাওয়া করেন। এরপরই ওঠে তাঁর প্রেমিকের প্রসঙ্গ। সোজা রচনা মনের মানুষের কথা জিজ্ঞেস করলে, শ্রীতমা বলেন - "কই, কেউ নেই তো"। এটুকু শুনেই রচনা বলেন, "তাহলে হয়তো দাদা হয়। ভাইফোঁটা দেবে। সে কিন্তু রোগা পাতলা নয়। বেশ ভারী চেহারা।"
কিন্তু, মানালি এবং স্নেহার কথায় এই বর্ণনা ভুল। যে মানুষের কথা রচনা বলছেন সেটা ঠিক নয়। তাঁরা বলে উঠলেন, "তুমি যে বর্ণনা দিচ্ছ, তাঁর সঙ্গে উনার কোনও মিল নেই। সে আরেকজন।" আসলে, শ্রীতমার প্রেমিকের চেহারা কেমন, সেই নিয়েই রয়েছে সন্দেহ। যদিও, কিছু বছর আগেও টলিপাড়ার এক নায়কের সঙ্গেই শ্রীতমা প্রেম করছেন এমন গুঞ্জন ছড়িয়েছিল।
উল্লেখ্য, মা সিরিয়াল থেকেই তাঁর অভিনয় যাত্রা শুরু। শুধু তাই নয়, তারপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশিরভাগ পার্শ্বচরিত্রে তাঁকে দেখা গিয়েছে। এছাড়াও বর্তমানে সিরিজে তিনি অভিনয় করছেন।