New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/srk1.jpg)
Ed Sheeran strikes SRK Pose - কী করতে গিয়েছিলেন শাহরুখ?
Ed Sheeran SRK Video: শাহরুখের সঙ্গে পোজ দিয়েই আলোচনায় পপ শিল্পী, আর যা যা হল সেদিন...
Ed Sheeran strikes SRK Pose - কী করতে গিয়েছিলেন শাহরুখ?
Ed Sheeran strikes SRK Pose: ঠিক যেন স্বপ্নপূরণ! শাহরুখ এবং ED শিরান গতকাল রাত্রে যা করে ফেলেছেন, তাতে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই বাহ বাহ। দুই তারকার আইকনিক কাণ্ডে উচ্ছাস ধরছে না বাকিকের।
কী করেছেন তারা? মুম্বাই এসেছেন ED শিরান। আর তারপরেই শাহরুখের সঙ্গে দেখা। এবং একবার যখন কিং খানের সঙ্গে তাঁর আইকনিক পোজ দেবেন না শিরান, তাও আবার হয় নাকি? সঙ্গীত শিল্পী হাত ছড়িয়ে শাহরুখের মতো পোজ দিলেন। তাঁকে শেখালেন শাহরুখ নিজেই।
শাহরুখ হাত ছড়ালেই, মেয়েদের মনে ঝড় ওঠে। আর গতবছর তো, রোমান্সের পাশাপাশি তিনি অ্যাকশন দিয়েও সকলকে কাবু করতে পারেন সেটিও দেখিয়েছেন। কিন্তু শাহরুখের পাশাপাশি শারিনকে হাত ছড়াতে দেখেই যেন বাক্য হারিয়েছেন বেশিরভাগ।
তারকা থেকে শাহরুখ ফ্যানেরা, এমনকি শিল্পীর ফ্যানেরাও যেন চমকে উঠেছেন। এই ভিডিও শেয়ার করেছেন ED নিজেই। ক্যাপশনে লিখেছেন, এটাই আমাদের শেপ, যাতে ভালবাসা ছড়াতে পারি। কিন্তু, এই ভিডিওর শেষটা কেটে দেওয়া হয়েছে। যাতে শাহরুখ হয়তো শারিনকে চুমু পর্যন্ত খেয়েছেন। কিন্তু, অংশটা কাটা কেন, এই নিয়েও প্রশ্ন উঠেছে।
কেউ কেউ এমনও জিজ্ঞেস করলেন, যেখানে শাহরুখ তাঁকে চুমু খেল, সেটুকু দেখালেন না কেন? আবার কেউ বললেন, শাহরুখ কবে থেকে এতটা আবেদন দেখাতে শুরু করলেন? আবার কারওর কথায়, শাহরুখের তো দিন দিন ফ্যান ফলোয়িং বাড়ছে!