Advertisment
Presenting Partner
Desktop GIF

Shah Rukh Khan: সুযোগের সদ্ব্যবহার করলেন ৩ খান? জামনগরে প্রকাশ্যে 'জয় শ্রী রাম' ধ্বনি শাহরুখের

SRK in Ambani house: ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি করেননি শাহরুখ, আর এবার আওয়াজ তুললেন প্রকাশ্যেই...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amir, Salman Shah Rukh, Khans together lit up tge stage with their energetic performance at Pre Wedding

3 khans in ambani wedding: তিন খান অনেক বছর পর একসঙ্গে... ছবি- ইনস্টা

Ambani Wedding: জামনগরে জমজমাট, বর্তমানে এটুকু বলাই যায়। বলিউড থেকে ক্রিকেট দুনিয়া, সকলেই প্রায় জায়গা নিয়েছেন সেখানে। বিয়ে না, বরং প্রি ওয়েডিং রিচুয়াল মাত্র! তাতেই এত এলাহী আয়োজন। শাহরুখ থেকে সচিন, কে নেই সেখানে?

Advertisment

আর যখন গোটা বলিউড সেখানে, উত্তেজনা মূলক কিছু হবে না, এমন তো হতে পারে না। নাচ গানে বসেছে আসর। খালি পায়ে রিহানা যে পারফর্ম করেছেন তাতে চমকে উঠেছেন সকলে। কিন্তু এখানেই শেষ না। গতকাল রাতে শাহরুখ ( Shah Rukh Khan ) ছিলেন নিজের ফর্মে। আওয়ার্ড শো হোস্ট করতে করতে তাঁর যেন আলাদাই অভিজ্ঞতা হয়েছে। আর, এবার তো অনেকদিন পর তিন খান একসঙ্গে। যাদের, একই মঞ্চে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমির ( Aamir Khan ), সলমন ( Salman Khan ) এবং শাহরুখ- তাঁরা নাচলেন, গাইলেন।

এমনিও আম্বানি পরিবারে, তাদেরকেও পরিবার হিসেবেই ভাবা হয়। শাহরুখের পরিবারকে আনতে রোলস রয়েস পৌঁছে গিয়েছিল। শাহরুখ, আগেও আম্বানি পরিবারের বিয়েতে নেচে কাঁপিয়েছিলেন। আর, এবার তিনি হোস্ট হিসেবে ধরা দিলেন। তাতে বিতর্ক না হলেও, তাঁর একটি মন্তব্যে ঝড় উঠল।

রামমন্দির উদ্বোধনে তিনি আমন্ত্রণ পাননি। কিন্তু, শাহরুখ তাই বলে রামলালাকে স্মরণ করবেন না। প্রকাশ্যে তাঁর জয় শ্রী রাম ধ্বনি দিতে শোনা গেল। শাহরুখের কথায়, আমি খুব আনন্দিত আজকে। তাঁর সঙ্গে অবশ্যই সকলের উদ্দেশ্যে জয় শ্রী রাম...ভগবান আপনাদের মঙ্গল করুক। সারাদিন, অনেক নাচ গান দেখলেন, কী নাচলো রিহানা গতকাল। শাহরুখের এই জয় শ্রী রাম ধ্বনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কে কী বলছেন এই প্রসঙ্গে?

কারওর কথায়, অনেকের জ্বলে গেল। আবার কারওর কথায়, আমি কি ঠিক শুনলাম? আবার কেউ বললেন, আম্বানি সাহেব ঠিক কী কী করবেন আর? আবার কারওর কথায়, শাহরুখ যেকোনও ধর্মকে সম্মান করেন। কিন্তু, নেগেটিভ মন্তব্যও শোনা গেল। ইসলাম ধর্মের অনেকেই শাহরুখের এই বিষয়টিকে ভাল চোখে নেননি। যদিও, শাহরুখ নিজের বাড়িতে যেমন গণেশ পুজো করেন, তেমন মক্কায় তিনি হজ করতেও গিয়েছিলেন।

Amir Khan salman khan bollywood Shah Rukh khan Entertainment News
Advertisment