Advertisment
Presenting Partner
Desktop GIF

শাহরুখকে প্রকাশ্যে চুমু দীপিকার, বউয়ের কাণ্ডে রণবীর যা করলেন…

শাহরুখ-দীপিকার ভালবাসা, দেখে রনবীরের বক্তব্য ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jawan, jawan srk, jawan success party, shah rukh khan, srk in jawan, jawan mumbai, aryaan khan, aryaan khan srk, shah rukh son aryan khan, SRK news, Jawan box office, jawan total money, trending news, ranveer singh, deepika padukone, deepika ranveer, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

শাহরুখ-দীপিকাকে কী বললেন রণবীর?

শাহরুখ দীপিকা বলে কথা! সেই ওম শান্তি ওম থেকে শুরু। শাহরুখ দীপিকাকে বেজায় ভালবাসেন। এমনকি প্রকাশ্যে জানিয়েছিলেন, দীপিকাকে নিয়ে বেজায় পসেশিভ তিনি। কারণ, দীপিকার প্রথম ছবি শাহরুখের সঙ্গে। যদিও, কিং খানের ভালবাসার তালিকায় অনুষ্কা শর্মাও রয়েছেন।

Advertisment

কিন্তু, গতকাল জওয়ানের সাকসেস পার্টি উপলক্ষে মুম্বইয়ে বসেছিল আসর। সেখানে লিডিং লেডি নয়নতারা উপস্থিত না থাকলেও হাজির ছিলেন দীপিকা। পরনে সাদা কালো রঙের শাড়ি, ডার্ক বোল্ড মেকাপে দেখা গেল তাকে। নিদারুণ নজর কেড়েছেন তিনি। তবে, নিজের পোশাকের থেকেও বেশি তিনি লাইমলাইটে ছিলেন শাহরুখের জন্য।

দিন দুয়েক আগেই, দীপিকা বলেছিলেন শাহরুখ তাঁর প্রতি খুব দূর্বল। কিং খান যখনই তাঁকে ডাকেন দীপিকা না গিয়ে পারেন না। আর গতকাল, বাদশাকে প্রকাশ্যে জড়িয়ে একখান চুমু খেলেন তিনি। শুধু তাই নয়, শাহরুখের সঙ্গে কোমর দোলালেন। শাহরুখ অনুরাগীদের কাছে বিষয়টি হজমদায়েক হলেও, অনেকেই বিষয়টাকে মানতে পারেন নি। সোজা রণবীরের কাছে পৌঁছে গিয়েছেন বিচার চাইতে।

আরও পড়ুন - ছেলে আরিয়ানই মসিহা, চারবছর ধরে বাবাকে শুধু বুদ্ধিই দিয়ে গেলেন শাহরুখ-পুত্র!

কিন্তু! রণবীর? তিনি তো ভীষণ কুল মানুষ। বউয়ের সৌন্দর্যে মুগ্ধ। তাঁর প্রশংসা না করেই পারলেন না। এমনিও দীপিকার দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকেন তিনি। তাই তো, শাহরুখকে চুমু খেতে দেখেও বিন্দুমাত্র রেগে নেই রনবীর। উল্টে গান গাইলেন বউয়ের জন্য। চলেয়া গানের লিরিক্স হুবহু তুলে দিলেন কমেন্ট বক্সে। আর তাঁর এই কান্ড দেখে বেজায় খুশি ভক্তরা।

শাহরুখের সঙ্গে তাঁদের নিদারুণ সম্পর্ক। সুযোগ পেলেই রণবীর বাদশার সঙ্গে কোমর দোলান। তাই কিং খানের বিরুদ্ধে কিছু শুনতে চান না তিনি। তবে, অনেকেই কানাঘুষো, এমনও বলছেন শাহরুখের বেশিরভাগ ছবিতে দীপিকার হাজিরা মোটেই সঠিক নয়। কেউ কেউ তো আরও উস্কে দিলেন সবকিছু। বললেন, প্রিয়াঙ্কার সঙ্গেও এভাবেই বন্ধুত্ব শুরু হয়েছিল যেন গন্ডগোল না হয় আবার।

প্রসঙ্গত, গতকালই শাহরুখ ঘোষণা করেছেন যে ডিসেম্বরে আসতে চলেছে তাঁর পরবর্তী ছবি ডানকি। এরমধ্যে তাঁকে টাইগার থ্রি ছবিতেও দেখা যাবে।

tollywood deepika padukone SRK Birthday bollywood Ranveer Singh Entertainment News
Advertisment