Advertisment

সাংসদরা দেখবেন শাহরুখের 'ডানকি', ছবির বিশেষ স্ক্রিনিং রাষ্ট্রপতি ভবনে

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তবে কি

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shah rukh khan, srk news, dunki, srk for dunki, raju hirani, raju hirani, dunki rajkumar hirani, শাহরুখ খান, রাজকুমার হিরানি, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

শাহরুখ-রাজু

শাহরুখের জীবনে বড় প্রাপ্তি। তিনটি ছবি পরপর রিলিজ। শাহরুখের ডানকি রিলিজ করতেই মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলেছেন শাহরুখের অভিনয় ভাল লাগলেও গল্প ভাল নয়। আবার কেউ বলেছেন, আরও ভাবনা চিন্তা করে রিলিজ করতে পারতেন।

Advertisment

বলাই বাহুল্য, শাহরুখের প্রথম দুটি রিলিজ যে হারে ব্যবসা করেছিল ডানকি সেই হারে ব্যবসা করতে পারেনি। এক ফৌজি এবং তাঁর কথা রাখার গল্প ডানকি। চার বন্ধুর বাসনা পূরণ করতেই লন্ডন পাড়ি দেওয়ার গল্প এই ছবি। আর শাহরুখের এই ছবির মুকুটে নয়া পালক। যেমন? রাষ্ট্রপতি ভবনে এই ছবি দেখানো হবে। রবিবার আয়োজন করা হয়েছে এই বিশেষ স্ক্রিনিং এর।

কারণ, দাবি করা হয়েছে এমন একটি ছবি, যেটি পার্লামেন্টের বিশেষ মানুষদের অবশ্যই দেখানো উচিত। ইলিগ্যাল ইমিগ্র্যান্ট নিয়ে নির্মিত এই সিনেমা অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কত মানুষ, কীভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডানকি মারছেন, সেকথা সকলের জানা উচিত। আর এরপরই এই ছবিটিকে শাহরুখের অনুরাগীরা ট্যাক্স ফ্রি করার দাবি জানিয়েছেন। টুইটারে তারা ঝড় তুলেছেন ডানকি যাতে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে সালার বনাম ডানকির দৌড়ে এগিয়ে রয়েছে সালার। শাহরুখের ডানকি ১৫০ কোটির ব্যবসা করেছে। যদিও বা সেটি, প্রথম দুই রিলিজের থেকে কম। কিন্তু, ধীরে ধীরে রাজকুমার হিরানির অন্যান্য ছবির মত এটি স্লো অ্যান্ড স্টেডি খেলবে, এমনটাই আশা করছেন বেশিরভাগ।

bollywood Entertainment News SRK Birthday Dunki
Advertisment