শাহরুখ খান এখন অলোচনার শীর্ষে। তাঁর একটি কারণ, জওয়ানের সাফল্য। এবং আরেকটি কারণ, ফের ডিসেম্বরে তিনি আসতে চলেছেন। এবারের প্রতিযোগিতায় টিকতে তাঁর হাত ধরেছেন রাজু হিরানি। পরিচালক সাহেব বেশ নজর রাখেন শাহরুখের ওপর। প্রমাণ মিলল কিন্তু।
রাজকুমার হিরানি মানেই অন্য ধাঁচের ভাল ছবি। তাতে অ্যাকশন, রোমান্সের খামতি থাকলেও মানুষ ছবি দেখতে বসে সিট ছেড়ে উঠতে পারেন না। শেষ কাজ করেছিলেন সঞ্জু, রণবীর কাপুরের সঙ্গে। এবার এতদিন পর ফিরছেন তিনি। সঙ্গে আবার শাহরুখ খান। কিং খানের সঙ্গে তাঁর প্রথম কাজ। তাই তো, শাহরুখকে সময় নস্ট করতে দেখেই ডাক দিলেন তিনি। কী করছিলেন আসলে সুপারস্টার?
ডানকির শুটিং ফ্লোরে বসেই তিনি তাঁর কাজ করতে ব্যাস্ত। #asksrk সেশনে মজেছিলেন তিনি। তাও আবার ফ্লোরে নয়, বাথরুমে বসে। গৌরী জানিয়েছিলেন শাহরুখের স্নান করতে অন্তত ৪ ঘণ্টা সময় লাগে। বাথরুমে অনেক সময় কাটান তিনি। এবার, অনুরাগীদের সঙ্গে কথা বলতেই সেখানে দৌড়ালেন তিনি। একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন। আর এই করতে করতেই কখন যে সময় পেরিয়ে গিয়েছে, ধরতেই পারেন নি শাহরুখ। বর্ষীয়ান পরিচালক অভিনেতার আশায় বসে রয়েছেন। অগত্যা...
শাহরুখের X প্রোফাইলের ওপর অনেকেই নজর দিয়ে বসে থাকেন। কখন তিনি কথা বলতে শুরু করে দেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের মধ্যে একজন রাজু হিরানি। যেই চোখে পড়ল যে শাহরুখ একের পর এক উত্তর দিয়ে চলেছেন তাঁর ভক্তদের, সময়ের দিকে ধ্যান নেই তাঁর। সোশ্যাল মিডিয়ার পথই অবলম্বন করলেন তিনি। কী লিখলেন রাজু? শাহরুখকে উদ্দেশ্য করে লিখলেন...
"স্যার, এবার তো বাথরুম থেকে বেরিয়ে আসুন। দেড় ঘণ্টা হয়ে গিয়েছে। বসে আছি। ট্রেলার দেখাতে হবে তো।" পরিচালকের ডিজিটাল ডাক পেতেই নড়ে চড়ে বসলেন তিনি। কী আর করবেন। সেইভাবেই জবাব দিলেন। লিখলেন...
"সর্বনাশ করেছে। আসছি স্যার। বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম তো, দেরি হয়ে গেল। আমায় এবার যেতে হবে বন্ধুরা। খুব শিগগিরই দেখা হবে সিনেমাহলে, ভাল থাকো সকলে।" শাহরুখ এবং রাজকুমারের কাণ্ডে হেসে খুন সকলে। বেশিরভাগ বললেন, আপনারা ফ্লোরে বসে এসব করছেন? আবার কেউ বললেন...এমনই তো হওয়া উচিত সম্পর্ক।
তবে, শাহরুখ সাফ জানিয়েছেন, যে তিনি এই ছবিতে নিজের মতো করেই একটু অ্যাকশন ঢুকিয়েছেন। বাকিটা পুরোই রাজু হিরানির দুনিয়া, তিনি যা বুঝবেন। বললেন, আমি উনার দুনিয়ায় কাজ করছি। মজার ছবি এবং আবেগে ভর্তি। একটু অ্যাকশন রেখেছি তবে, রাজু সাহেব এডিটর - উনি কেটে দিতেও পারেন।