Advertisment
Presenting Partner
Desktop GIF

Mallika Sherawat - SRK: মল্লিকায় দুর্বল আরিয়ান! ছেলের সুযোগের ফাঁকেই শাহরুখ যা করবেন ভেবেছিলেন...

Mallika Sherawat - Shahrukh Khan: করন শাহরুখ কে প্রশ্ন করেছিলেন, আরিয়ানের যদি মল্লিকার প্রতি দুর্বলতা তৈরি হয়, তাহলে কি করবেন শাহরুখ? প্রশ্ন শুনে হাসতে শুরু করেন কিং খান...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sraryaan

aryaan-Mallika Sherawat: যা বলেছিলেন শাহরুখ...


মল্লিকা শেরাওয়াত আবারও ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেছেন ভিকি ঔর বিদ্যা কী ও ওয়ালি ভিডিও ছবি দিয়ে। একসময় যে মল্লিকার জন্য ঘুম উড়েছিল সারা ভারতের তরুণদের, তিনি প্রায় অনেক দিনই বলিউড থেকে দূরে ছিলেন। মল্লিকা শেরাওয়াত মানেই সাহসী কিছু দৃশ্য, খোলামেলা পোশাকে তখন তিনি উষ্ণতা ছড়াচ্ছেন। ইমরান হাশমি মল্লিকার জুটি তখন দারুণ জনপ্রিয়।

Advertisment

তখন অভিনেত্রীকে নিয়ে চারিদিকে চর্চা। এরই মাঝে শাহরুখ খান এমন এক মন্তব্য করে বসেছিলেন, যেটি পুনরায় আবারো ভাইরাল হয়েছে। শাহরুখ পুত্র আরিয়ানকে ঘিরেই সেই মন্তব্য। যদিও বা আরিয়ান তখন অনেক ছোট। কিন্তু করন জোহর তার কফি বিট করেন শোয়ে শাহরুখকে সামনে পেয়ে, এমনই এক প্রশ্ন করেছিলেন। 

যদিও বা কারন জোহরের কাজই তাই। তিনি তাঁর অনুষ্ঠানে তারকাদের ডেকে এমন কিছু প্রশ্ন করেন এবং তাতে এত বিতর্কের সৃষ্টি হয়, যাতে সারা বছর একজন তারকা সে কারণেই ভুগতে থাকেন।

আরও পড়ুন  -   Ameesha Patel: দুবাইয়ের শিল্পপতির বাহুডোরে আমিশা, ১৯ বছরের ছোট ব্যবসায়ীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

আরিয়ান তখন অনেক ছোট। শাহরুখ কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন সেই শোয়ে। সেখানে করন শাহরুখ কে প্রশ্ন করেছিলেন, আরিয়ানের যদি মল্লিকার প্রতি দুর্বলতা তৈরি হয়, তাহলে কি করবেন শাহরুখ? প্রশ্ন শুনে হাসতে শুরু করেন কিং খান। কিন্তু যারা শাহরুখকে চেনেন তারা এইটুকু জানেন, তাঁর রসিকতার প্রবণতা মারাত্মক। তিনি সেরকমই একটি উত্তর দিয়েছিলেন।

শাহরুখ হাসতে হাসতে বলেন, আমার ছেলের যদি মল্লিকাকে পছন্দ হয়, আমি নিশ্চিত সে তার সঙ্গে খেলবেই। আমি মাঝেমধ্যে একটু বলবো আমার ও খেলার সুযোগ করে দিতে। আর শাহরুখের উত্তর শুনে অবাক হয়ে যান কাজল।

উল্লেখ্য, বাবার মত হিরো হওয়ার কোনরকম শখ আরিয়ানের ছিল না। নিজের ইচ্ছামতো, তিনি পরিচালনার কাজে আসতে চলেছেন। নিজের ফ্যাশন ব্র্যান্ড পর্যন্ত তৈরি করেছেন।

Mallika Sherawat Shah Rukh khan Aryan khan
Advertisment