/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/swara.jpg)
আরিয়ান খানের জামিনে খুশি স্বরা ভাস্কর, সোনু সুদ, উচ্ছ্বসিত গোটা বলিউড
Aryan Khan Arrest: শাহরুখ-পুত্র আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতার নিয়ে এবার সুর চড়ালেন স্বরা ভাস্কর। বৃহস্পতিবার-ই আরিয়ান খানের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। শুক্রবার মা গৌরী খানের জন্মদিনেও বাড়ি ফিরতে পারেননি তিনি। তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়েছে কোর্ট। তার চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই টুইট করে ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। চুপ থাকতে পারলেন না দুঃস্থদের ঈশ্বরের দূত সোনু সুদও।
স্বরা বরাবরই স্পষ্টবাদী। এবারও তাঁর অন্যথা হল না। খ্যাতনামা সঞ্চালক-অভিনেতা রণবিজয় সিং আরিয়ানের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধে টুইটে লিখেছিলেন, "আমার ছেলে ঘরেই রয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রক।" আর সেই টুইট-ই রিটুইট করে স্বরার মন্তব্য, "হ্যাঁ, মন্ত্রী-পুত্র যে ইচ্ছাকৃতভাবে ৪জনকে খুন করেছে। যার প্রমাণ ভিডিওতেও ধরা পড়েছে, সে বাড়িতে ঠান্ডা ঘরে বসে রয়েছে। আর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গাঁজা সেবন করার জন্য জেল হেফাজত! সত্যিই এই নয়া ভারতে বোধহয় হত্যাকাণ্ডের চেয়েও ধূমপান করা অপেক্ষাকৃত গুরুতর অপরাধ..!"
Ministers son who wilfully mowed 4 people to death (evidence caught on video) is chilling at his home, while @iamsrk ’s son #AryanKhan is in jail for smoking hash.
Apparently in #NewIndia brutal murder is more acceptable than smoking a joint! 🙏🏽 https://t.co/Pf5RSRPx5A— Swara Bhasker (@ReallySwara) October 8, 2021
শুধু স্বরা ভাস্করই নন, আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদও (Sonu Sood)। টুইটে তিনি লিখেছেন, "আদালত নিজের সময় নেবে-ই। কিন্তু এই কঠিন সময়ে মানসিকতা আর মানুষের মনের ওপর থেকে যেভাবে পর্দা সরে গেল, সেটা সারাজীবন আপনার চারিত্রিক প্রমাণপত্রে লেখা থাকবে। কাল আবার এক নতুন সকাল হবে। কিন্তু নিজের মনের সাহস বজায় রাখো।"
<আরও পড়ুন: সলমনের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’! হেসে গড়ালেন ইয়োহানি, দেখুন ভিডিও>
कानून अपना समय लेगा।
लेकिन इस दौरान इंसानियत और आत्मा पर से जो पर्दा उठा है वो हमेशा आपके चरित्र का प्रमाण पत्र रहेगा।
कल फ़िर एक नई सुबह होगी।
बस हौंसला बुलंद रखना।— sonu sood (@SonuSood) October 8, 2021
প্রসঙ্গত, মাদককাণ্ডে শাহরুখ-পুত্রের গ্রেফতারিতে উদ্বিগ্ন গোটা বলিউড। সূত্রের খবর, রানি মুখোপাধ্যায়, কাজল, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে আরও অনেকেই ফোন করে খোঁজ নিয়েছেন। মন্নতে গিয়ে দেখা করে এসেছেন সলমন খানও। সোশ্যাল মিডিয়াতেও শোরগোল। নেটদুনিয়ার নীতিপুলিশদের একাংশ যখন স্টার-কিডের বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে শাহরুখ-গৌরীর (Shah Rukh Khan, Gauri Khan) শিক্ষা-রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন, তো এক পক্ষ আবার বলিউড বাদশার সমর্থনে মুখ খুলেছেন। ইন্ডাস্ট্রির তাবড় তারকারাও কিং খানকে সহমর্মিতা জানিয়ে টুইট করছেন। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন স্বরা ভাস্কর এবং সোনু সুদ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন