/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Sharukh-Khan.jpg)
শাহরুখ খান।
সফল নাকি অসফল? তিনি শাহরুখ খান, এবছর পরপর অনেকগুলো হিট তিনি দিয়েছেন। কিন্তু, এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল না। জওয়ান ওপেনিং কালেকশনে ৭৫ কোটির ব্যবসা করেছিল। সেখানে ডানকি…
পরপর দুটি ধামাকাদার ছবি। অ্যাকশন, ফাইট সিকোয়েন্স - পাঠান এবং জওয়ান কামাল করেছে এবছর। সহজেই ১০০০ কোটির ক্লাবে ঢুকেছে এই দুটি ছবি। কিন্তু ডানকী, রাজকুমার হিরানির আর পাঁচটি ছবির মতোই বেশ অন্যরকম। পরিচালক, এবারও ইমোশনাল কমেডি নিয়ে খেলেছেন। ভায়োলেন্সের যুগেও অন্য কিছু দেওয়ার চেষ্টা করেছেন।
কত আয় করল ডানকী?
রাজকুমার হিরানি স্লো এবং স্টেডি খেলতে ভালবাসেন। জওয়ান বৃহস্পতিবার রিলিজ করেছে। শাহরুখের এবছরের ছবির মধ্যে সবথেকে কম আয় করেছে ডানকি। বাণিজ্য বিশ্লেষকদের মতে ৩০ কোটির আয় করেছে এই ছবি। ওপেনিং ডে হলেও, এবছরের দেশের সপ্তম সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে জায়গা করে নিয়েছে। যদিও ট্রেড অ্যানালিস্টদের মতে, সপ্তাহান্তে ভাল ব্যবসা হতে পারে এই ছবির।
তবে দ্বন্দ্ব রয়েই যাচ্ছে…
ডিসেম্বরে ছবি রিলিজ শাহরুখের পক্ষে কোনোদিন ভাল প্রমাণিত হয়নি। এর আগে ২০১৮ সালে জিরো রিলিজ করেছিলেন শাহরুখ। সেই ছবির ভরাডুবি হয়। এবারও, ডানকী আর বাকি দুটি ছবির মত প্রথম দিনের আয়ে বাজিমাত করতে পারে নি। দেখা যাচ্ছে, বছরের বিশেষ ফ্লপ আদিপুরুষ এর থেকেও প্রথম দিনে কম আয় রয়েছে এই ছবির। সপ্তাহের মাঝে রিলিজ হওয়ার কারণে, হলে মানুষের আনাগোনা সেভাবে ছিল না। NCR ভাগে ৩১%, মুম্বাই এলাকায় ২৯% লোকের উপস্থিতি ছিল।
এদিকে, আজ রিলিজ করে গিয়েছে প্রভাস অভিনীত বহু প্রতীক্ষিত ছবি সালার। আশা করা যাচ্ছে, এই ছবি আজই ৬০ কোটির আয় করবে। সুতরাং, সেকারণে একটা বিরাট প্রভাব পড়তে পারে ডানকির ওপর। শহর কলকাতায় রিলিজ করছে দুটি বাংলা ছবি। তাঁর মধ্যে দেবের প্রধানের ওপর অনেকের ঝোঁক রয়েছে।