ডিম-কলা চাইলেন অর্পিতা! নায়িকার আবদারে তাজ্জব ED অফিসাররা

হাজতে অভিনেত্রীর ডায়েটচার্ট দেখলে চোখ কপালে উঠবে!

Partha Chatterjee Live updates, Bengal SSC scam, ED-র জেরা পার্থ অর্পিতাকে, Arpita Mukherjee Diet Chart, পার্থ অর্পিতার ডায়েট, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা SSC দুর্নীতি, Partha Arpita, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, Model actress Arpita Mukherjee, Parth Chatterjee Aide Arpita Mukherje, Partha Chatterjee arrest, Partha Chatterjee, Arpita Mukherji, ED, পার্থ চট্টোপাধ্যায়, পার্থ অর্পিতা, অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেপ্তার মডেল অভিনেত্রী অর্পিতা, Bengal news today, Indian Express Entertainment News
অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়েট চার্ট

ইডি হেফাজতে পছন্দের খাবার পাচ্ছেন না ঠিকই, তবে জেলে বসেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বায়নার অন্ত নেই। একজনের চাই ভাই, আরেকজনের কখনও ড্রাই ফ্রুটস আবার কখনও বা রকমারি ফল! এবার ইডির দপ্তরে কলা খেতে চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী-ঘনিষ্ঠ অভিনেত্রী।

রাজ্যের শিক্ষাঙ্গনে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকার নোটের পাহাড় ও বহুমূল্য সোনার গয়না উদ্ধার হয়েছে, তা দেখে চোখ কপালে উঠেছে বঙ্গবাসীর। গ্রেপ্তার হওয়ার পর ইডি হেফাজতে রাত কাটাতে হচ্ছে পার্থ-অর্পিতাকে। জেলে বদলেছে অভিনেত্রীর রোজনামচা! তবে নায়িকার নিত্যনতুন ডায়েট চার্টে যেসব খাবারের আবদার থাকছে, তা দেখেশুনে তাজ্জব ইডি আধিকারিকরা।

[আরও পড়ুন: জেলের খাবার দাঁতেও কাটলেন না অর্পিতা! নায়িকার রাত কাটল অঝোরে কেঁদে]

জেল হেফাজতে কী খাচ্ছেন পার্থ-অর্পিতা (Partha Chatterjee Arpita Mukherjee Diet Chart)? সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। ইডি সূত্রে জানা গিয়েছে, দুজনের ডায়েটেই রয়েছে পুষ্টিকর খাবার। শরীরচর্চায় বরাবরই মন অর্পিতা মুখোপাধ্যায়ের। তাই নিয়ম মেনেই খাওয়াদাওয়া করতেন। এবার শোনা গেল, অভিনেত্রীর ডায়েট কী?

[আরও পড়ুন: টলিউডে কোণঠাসা! এবার আলিয়া-দীপিকা, বিদ্যাদের টক্কর দিচ্ছেন শ্রীলেখা]

ঘুম থেকে উঠেই সকালে চিনি ছাড়া লিকার চা। সঙ্গে ২টো বিস্কুট। প্রাতঃরাশে ব্রাউন ব্রেড ৪ পিস, কলা, ডিম সেদ্ধ। মাঝেমধ্যে কখনও বা ড্রাই ফ্রুটস। এক ঘণ্টা বাদে ফলের রস, মৌসুম্বি। এরপর মধ্যাহ্নভোজে ভাত, ডাল, সবজি, মাছের ঝোল। বিকেলে চা-বিস্কুট। রাতে ২টো রুটি আর সবজি। তবে এবার নায়িকার আবদার শুনে তাজ্জব হয়ে গেলেন ইডি আধিকারিকরা। তাঁদের কাছে ডিম-কলা খেতে চাইলেন অর্পিতা মুখোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ssc scam arpita mukherjees food diet chart at ed custody

Next Story
মুসেওয়ালার মতো খুন হতে পারেন! সলমনকে বন্দুক রাখার অনুমতি দিল পুলিশ
Exit mobile version