scorecardresearch

SSC Scam: ‘মামা-ভাগ্নী’ পরিচয়ে লিভ-ইন! অয়নের ঘনিষ্ঠ রহস্যময়ীর ডেবিউ কৌশিক গাঙ্গুলীর ছবিতে

শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী ED-র নজরে।

SSC scam, Ayan Sil, WB SSC scam, tmc, Ayan Sil, Sweta Chakraborty, SSC scam Sweta Chakraborty, Kaushik Ganguly, Kaushik Ganguly films, SSC scam tollywood, tollywood news, অয়ন শীল, SSC দুর্নীতি, শ্বেতা চক্রবর্তী, মডেল-অভিনেত্রী শ্বেতা চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, কাবাড্ডি কাবাড্ডি, টলিউডের খবর
শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী শ্বেতা চক্রবর্তীর টলিউড কানেকশন

টলিউডে কি চাকরি বিক্রির টাকা বেনোজলের মতো ঢুকে পড়েছে? মৌচাকে ঢিল পড়তেই ভনভনিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার SSC কেলেঙ্কারিতে অভিযুক্ত অয়ন শীল ঘনিষ্ঠ এক রহস্যময়ীর টলিউড কানেকশনের খবরে শোরগোল। মডেল-অভিনেত্রীর নাম শ্বেতা চক্রবর্তী।

অর্পিতা মুখোপাধ্যায়, হৈমন্তী গঙ্গোপাধ্যায়, শাহিদ ইমাম থেকে শুরু করে শ্বেতা চক্রবর্তী.. দুর্নীতির সুতো টানলেই একের পর এক যে নামগুলো বেরচ্ছে, তাঁরা সকলেই সিনেজগতের সঙ্গে যুক্ত। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে যে, বাংলার শিক্ষা দুর্নীতির টাকা কি তাহলে গ্ল্যামার দুনিয়াতে যাচ্ছিল? সেই প্রশ্নের যথাযথ উত্তর এখনও অধরা থাকলেও শ্বেতা চক্রবর্তীকে নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। কারণ টলিপাড়ার নামজাদা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় ডেবিউ করেছেন শ্বেতা।

কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন শ্বেতা। পাশাপাশি মডেলিংও করতেন। সিনেমাতেও অভিনয়ও করেছেন। এই রহস্যময়ী নারীই অভিযুক্ত অয়ন শীলের প্রোমোটারি ব্যবসা সামলাতেন। শুধু তাই নয়, ফ্ল্যাটে মামা-ভাগ্নী পরিচয়ে লিভ-ইনিও করতেন তাঁরা। ঘনিষ্ঠ বান্ধবীকে অয়ন উপহার দিয়েছিলেন একটি এসইউভি গাড়িও। শ্বেতার ডেবিউ ছবিই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিকের ছবিতে।

সিনেমার নাম ‘কাবাড্ডি কাবাড্ডি’। অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অর্জুন চক্রবর্তীর মতো টলিউডের তাবড় অভিনেতারা। এই সিনেমার প্রযোজনা করে এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থা। যাদের প্রথম প্রযোজিত সিনেমা কৌশিকের ‘কাবাড্ডি কাবাড্ডি’। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসের ছবির সাংবাদিক সম্মেলনেও হাজির হন এই শ্বেতা চক্রবর্তী। পরিচালকের সঙ্গে একই ফ্রেমে দেখা যায় অয়ন ঘনিষ্ঠ নায়িকাকে। তবে এই সিনেমার লুক রিলিজ করলেও সিনেমা মুক্তি পায়নি।

প্রসঙ্গত, অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালিয়ে যেসমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যেই ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে। কোন কলাকুশলীকে কত পারিশ্রমিক দেওয়া হয়েছে, খরচা বাবদ কোথায় কী টাকা লেগেছে, সব হিসেবের উল্লেখ রয়েছে। সিনেমার পাশাপাশি একটি সিরিয়ালও নাকি বানানোর পরিকল্পনা ছিল অয়ন শীলের। কিন্তু প্রযোজনায় ঢালা এই টাকার উৎস কী? সেই প্রশ্ন নিয়েই শোরগোল।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ssc scam ayan sil closed sweta chakraborty acted in kaushik gangulys film